Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বিভাগে চিকিৎসক নার্স ও স্বাস্থ্য কর্মকর্তাদের ছুটি বাতিল

| প্রকাশের সময় : ৩০ মে, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে চট্টগ্রাম বিভাগের নিম্ন অঞ্চলগুলোর চিকিৎসক ও নার্সসহ সব স্বাস্থ্য কর্মকর্তার ছুটি বাতিলের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলার পরপরই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়। পাশাপাশি সমুদ্রের কাছাকাছি সব নিম্ন অঞ্চলের সকল জেলার সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সব সময় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
গতকাল দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ‘‘ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগের নিম্ন অঞ্চলের চিকিৎসক ও নার্সসহ সব স্বাস্থ্য কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে মেডিক্যাল টিম গঠন এবং সিভিল সার্জন অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ন্ত্রণ কক্ষ খুলতে বলা হয়েছে।’
এদিকে মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, সম্ভাব্য জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে জরুরি চিকিৎসা সেবার জন্য চট্টগ্রামে ২৮৪টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে এবং নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ