Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮, সন্দেহভাজন আটক ১

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১:২৪ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে আলাদা তিনটি স্থানে স্থানীয় সময় গত শনিবার দিবাগত রাতে বন্দুকধারী’র গুলিতে স্থানীয় শেরিফের এক ডেপুটিসহ আটজন কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল সকালে অঙ্গরাজ্যটির গ্রামীণ এলাকা লিংকন কাউন্টিতে এ হতাহতের ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রয়টাসের্র খবরে বলা হয়েছে, তিনটি পৃথক এলাকায় বন্দুকধারীর হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।  কর্তৃপক্ষ এখনও নিহত ও পুলিশ হেফাজতে থাকা সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেনি। স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে সন্দেহভাজন বন্দুকধারীর নাম কোরি গডবল্ট বলে দাবি করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ক্ল্যারিয়ন-লেজার ঘটনাটির একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তাতে দেখা যায়, হাতকড়া পরা এক ব্যক্তি সড়কে বসে আছে। তার চারপাশে ঘিরে রয়েছেন পুলিশ কর্মকর্তা। এই ব্যক্তিই সন্দেহভাজন বন্দুকধারী বলে মনে করা হচ্ছে। আটক সন্দেহভাজন বন্দুকধারী জানিয়েছে, ‘পুলিশের হাতে জীবিত ধরা পড়ার কোনো ইচ্ছে আমার ছিল না। আমি পুলিশের গুলিতে মরতে চেয়েছি।’ মিসিসিপির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এখবর জানিয়েছে ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে লিংকন কাউন্টি শেরিফ কার্যালয়ের প্রতিনিধি ও মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশন কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে, হত্যাকান্ডের মোটিভ সম্পর্কে এখনই স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।স্থানীয় পত্রিকা দ্য ডেইলি লিডার জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী ১৬ বছরের একটি ছেলেকে জিম্মি করেছিল। তবে ছেলেটির নিরাপদ রয়েছে।
এদিকে, এক বিবৃতিতে মিসিসিপির গভর্ণর ফিল ব্রায়ান্ট্র এই ঘটনাকে ‘সেন্সলেস ট্র্যাজেডি’ হিসেবে আখ্যায়িত  করে বলেন, শেরিফ কার্যালয়ের হয়ে দায়িত্ব পালন করতে প্রতিদিনই ব্যাজ পরেন অনেক নারী ও পুরুষ। তাঁরা কমিউনিটির সদস্যদের রক্ষা ও সেবায় আত্মনিয়োগ করেন। তাঁদের মধ্যে চমৎকার একজনকে হারাতে হয়েছে। তিনি এ ঘটনায়  গভীর শোক প্রকাশ করেছেন।সূত্র :বিবিসি,রয়টার্স,দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকধারী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ