Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চারজনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

টেক্সাস অঙ্গরাজ্যে নিজ পরিবারের চার সদস্যকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় আহত হন আরও তিনজন। পরে নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন ওই লোক। ৪১ বয়সী হামলাকারীর নাম কেভিন মিলাজ্জো। স্থানীয় সময় সন্ধ্যায় পুলিশ তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে। একটি দৈনিককে পুলিশ জানিয়েছে, নাভারো কাউন্টির মিলাজ্জোর পরিবারের নিহতদের মধ্যে রয়েছেন তার সৎ বাবা উইলিয়াম মিমস (৬৮), মা কনি মিমস (৬১), তার ২১ বছর বয়সী ছেলে জোশুয়া মিলাজ্জো এবং তার সাবেক বান্ধবীর চার বয়সী ছেলে হান্টার ফ্রিম্যান। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার মধ্যরাতে এই ঘটনার খবর পায় পুলিশ। পরিবারের সবাইকে হত্যা করে গাড়িয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বন্দুকধারী কেভিন মিলোজ্জো। এ সময় পুলিশ তার পিছু নেয়। নিরাপত্তা বাহিনী তার কাছাকাছি চলে আসলে নিজের মাথায় গুলি করেন কেভিন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তার। এ ঘটনার কারণ এখনও উদঘাটন করতে পারেনি আইনশৃংখলা বাহিনী। দ্য হিল, এবিসি নিউজ, নবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ