Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকোতে ধর্মীয় শোভাযাত্রায় বন্দুকধারীদের হামলা, নিহত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৮, ১২:১২ পিএম

মেক্সিকোর পর্যটন নগরী আকাপুলকোয় গুড ফ্রাইডে’র শোভাযাত্রা চলাকালে বন্দুকধারীদের গোলাগুলিতে অন্তত দু’জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

মেক্সিকোর পশ্চিম উপকূলীয় গুরেরো অঙ্গরাজ্যের নিরাপত্তা মুখপাত্র রবার্তো আলভারেজ হেরেদিয়া জানান, পুলিশ গাড়ি চোরদের ধাওয়া করলে প্রথম দফার গোলাগুলির ঘটনা ঘটে। পরে বন্দুকধারীরা স্থানীয় একটি থানায় হামলা চালালে দ্বিতীয় দফায় গোলাগুলি হয়।

সাধারণ মানুষের অংশগ্রহণে গুড ফ্রাইডে শোভাযাত্রা চলাকালে এই গোলাগুলির ঘটনায় দু’জন নিহত হন। এ সময় আতঙ্কিত মানুষ মাটিতে শুয়ে আত্মরক্ষার চেষ্টা করে।

আকাপুলকোতে গুড ফ্রাইডে উৎসবটি অত্যন্ত জনপ্রিয়। এটি দেশটির ক্যাথলিক খ্রিস্টানদের একটি অন্যতম ধর্মীয় অনুষ্ঠান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ