মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কেন্দ্র সরকারের পশু জবাইবিরোধী আইনের তীব্র আপত্তি জানিয়েছে ভারতের কেরালা রাজ্য। সংশ্লিষ্ট সূত্র জানায়, চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের আপত্তির কথা জানাবেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। প্রধানমন্ত্রী চিঠির জবাব দেয়ার পরই কেরালায় নতুন আইনটি বলবত্ করা হবে। স¤প্রতি পশু নিয়ন্ত্রণে নতুন একটি রুল জারি করেছে ভারতের পরিবেশ মন্ত্রণালয়। গত শুক্রবার থেকে বলবত আইন অনুযায়ী, ভারতের কোথাও গরু ও মহিষ জবাই করা যাবে না। তবে পশুবাজারে গরু ও মহিষের কেনাবেচা অব্যাহত থাকবে। টুইটারে এক বার্তায় কেন্দ্র সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করেন বিজয়ন। তিনি বলেন, সরকার আজ গবাদিপশু জবাই করা বন্ধ করেছে। ভবিষ্যতে মাছ খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। নতুন এ আইনের বাস্তবায়নে কয়েক লাখ মানুষ কাজ হারাবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এছাড়া কেন্দ্র সরকারের এ পদক্ষেপের নেতিবাচক প্রভাব পড়বে দেশটির চামড়া শিল্পের ওপর। বিজয়ন বলেন, প্রাথমিক পর্যায়ে এ আইন দ্বারা ক্ষতিগ্রস্ত হবে দলিত, কৃষক ও ভারতের দরিদ্র জনগোষ্ঠী। শুধু বিজয়নই নন, কেন্দ্র সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কেরালা রাজ্যের পশুখাদ্যমন্দ্রী কে রাজু, কৃষিমন্ত্রী ভিএস সুনীল কুমার, পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী জি সুধাকরণ। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।