মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জম্মু ও কাশ্মিরের বারামুল্লা জেলার রামপুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি অনুপ্রবেশ উদ্যোগ প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। গতকাল শনিবার সকালের এ ঘটনায় চার জনকে হত্যা করার কথা জানিয়েছে তারা। এ ছাড়া অপর এক ঘটনায় হিজবুল মুজাহিদিনের মরহুম নেতা বুরহানওয়ানির উত্তরসূরী সাবজার ভাট বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বুরহান ওয়ানির মৃত্যুর পর সবজারকে হিজবুল কমান্ডার হিসেবে নির্বাচিত করা হয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভোরে সীমান্তে সতর্কাবস্থায় থাকা সৈন্যরা নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পর অভিযানটি শুরু করা হয়। ঘটনার বিষয়ে ভারতীয় এক কর্মকর্তা বলেছেন, সেনাবাহিনীর সঙ্গে অনুপ্রবেশকারীদের গোলাগুলির পর চারজনকে হত্যা করা হয়। তারপর ওই স্থানে একটি তল্লাশি অভিযান চালানো হয়। আর কোনো স্বাধীনতাকামী লুকিয়ে নেই এটি নিশ্চিত করতে সেনাবাহিনী ওই এলাকাটি ঘেরাও করে পরিষ্কার করে ফেলেছে বলে জানিয়েছেন সামরিক বাহিনীর ওই কর্মকর্তা। অনুপ্রবেশের উদ্যোগ সাফল্যের সঙ্গে প্রতিহত করা হয়েছে, নিশ্চিত করেছেন তিনি। গতকাল শনিবার পৃথক আরেকটি ঘটনায় জম্মু ও কাশ্মিরের পুলওয়ামা জেলার ট্রল সেক্টরে তিন স্বাধীনতাকামীকে ঘিরে ফেলে দুজনকে ভারতীয় নিরাপত্তা বাহিনী হত্যা করেছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে একজন কাশ্মিরের স্বাধীনতাকামী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের নিহত নেতা বুরহানওয়ানির উত্তরসূরী সাবজার ভাট বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ট্রলের একটি ভবনে নিজেদের গোপন আস্তানায় আটকে পড়া ওই স্বাধীনতাকামীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ব্যাপক গুলি বিনিময় চলার সময় সাবজার ও তার সঙ্গী নিহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দু’পক্ষের গোলাগুলি অব্যাহত ছিল। খবরে বলা হয়, গত শুক্রবার রামপুর সেক্টরের নিকটবর্তী উরি সেক্টরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (বিএটি) একটি হামলা প্রচেষ্টা উদঘাটন করেছে বলে একই প্রতিবেদনে বলা হয়েছে। কাশ্মিরের উরি সেক্টরে সমুদ্র পৃষ্ঠ থেকে ১০ হাজার ফুটের চেয়েও বেশি উচ্চতায় ভারতীয় বাহিনীর একটি চৌকির কাছে ঘটনাটি ঘটেছে। এতে বিএটির দুই সদস্য বলে সন্দেহ করা দুই অনুপ্রবেশকারীকে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।