Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোবিন্দার স্ত্রীকে ‘নিষ্ঠুর শাশুড়ি’ বললেন কাশ্মিরা শাহ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

অভিনেতা গোবিন্দা আর ক্রুশনা অভিষেকের বিবাদ দিনে দিনে আরও জটিল হয়ে উঠছে। মামা-ভাগ্নের আগে নিজেদের বিষয় নিয়েই দ্বন্দ্বে জড়াতেন। এবার তাদের স্ত্রীরাও এতে শামিল হয়েছেন। গোবিন্দার স্ত্রী সুনীতা ক্রুশনার স্ত্রী কাশ্মিরা শাহকে ‘বাজে পুত্রবধূ’ বলে কটাক্ষ করেন। সে সময় সুনীতা বলেছিলেন ‘বাজে পুত্রবধূ’ ঘরে এলে তাতে সমস্যার সূচনা হয়। তিনি যে এতে কাশ্মিরাকে ইঙ্গিত করেছেন তা সবাই বুঝেছে। কাশ্মিরা এক টুইটে লিখেছেন : “কাজের সফরে যুক্তরাষ্ট্র গিয়েছিলাম এসে দেখলাম কিছু ‘মানুষ’ আমাদের পারিবারিক বিবাদ নিয়ে উঠে পড়ে লেগেছে। একটি মন্তব্য শুনে আমার ছেলে জিজ্ঞাসা করে ‘বাজে পুত্রবধূ’টা কে? আমি জবাব দিয়েছি, ‘যার নিষ্ঠুর শাশুড়ি আছে’। #চেকমেট।” সম্প্রতি গোবিন্দা আর ক্রুশনার মাঝে বিবাদ নিয়ে ‘দ্য কপিল শর্মা শো’তে কিকু শর্মা কারিশমা কাপুর আর তার বাবা রণধীর কাপুরের সামনে মজা করেন। এই রসিকতা জনসমক্ষে এলে সুনীতা বলেন,” আমি বাজে বিষয় নিয়ে মন্তব্য করি না। তাদের মায়ের মত দেখলেও তারা অসদাচরণ করেছে। ‘বাজে পুত্রবধূ’ ঘরে এলে তাতে সমস্যার সূচনা হয়। আমি কারও নাম বলতে চাই না। আমার নিজের অনেক কাজ আছে। আমাকে আমার স্বামী গোবিন্দার অনেক বিষয় দেখতে হয়। আমি অর্থহীন কাজে জড়াতে চাই না।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মিরা শাহ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ