Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এফডিসিতে এলেন না রাজ্জাক-শাবানা

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ১৯৭২ সালে মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধের প্রথম সিনেমা ওরা ১১ জন চলচ্চিত্রটির শিল্পী ও কলাকুশলীদের সম্মাননা জানাতে গত বৃহ¯পতিবার এফডিসিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এফডিসির জহির রায়হান মিলনায়তনে এই সম্মাননার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. তৌফিক রহমান চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র ব্যক্তিত্ব হাসান ইমাম, অভিনেতা সোহেল রানা, প্রয়াত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের স্ত্রী জ্যোৎসনা কাজী, অভিনেত্রী নূতন, পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে রাজ্জাক ও শাবানাকে সম্মাননা দেয়ার থাকার কথা ছিল। এ নিয়ে উচ্ছ¡সিত ছিলেন চলচ্চিত্র ও গণমাধ্যমকর্মীরা। শেষ পর্যন্ত দুজনের কেউই এফডিসিতে আসেননি। এ ব্যাপারে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, আমরা রাজ্জাক সাহেবের বাসায় গিয়েছিলাম। বাসায় গিয়ে দেখি, তিনি অসুস্থ। আমরা এর আগে থেকেই জানতাম, তিনি অসুস্থ। তাই দেখতেও গিয়েছিলাম। এর আগে তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছিল। তখন তিনি জানিয়েছিলেন, সুস্থ থাকলে অনুষ্ঠানে আসবেন। তাঁর অবস্থা দেখে আমরা আর অনুষ্ঠানে আসতে বলিনি। সুস্থ থাকলে আমরা সঙ্গে করে নিয়ে আসতাম। শাবানার না আসার কারণ সম্পর্কে তিনি বলেন, আমরা অনেক চেষ্টা করেছি শাবানা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করতে। কোনোভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তিনি এক যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অনুপস্থিত। তাঁর পরিচিত অনেকের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁদের সঙ্গেও উনার যোগাযোগ নেই। এ কারণে তাঁকে এফডিসিতে আনা সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এফডিসি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ