Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এফডিসিতে দুই প্যানেলের নির্বাচনী ক্যাম্প

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপূণ এবং মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনকে সামনে রেখে এফডিসি এখন বেশ জমজমাট। দুপুর থেকে রাত পর্যন্ত শিল্পীদের আনাগোনা বেড়েছে। শিল্পীদের সাথে কুশল বিনিময় এবং ভোট প্রার্থণার জন্য দুই প্যানেলই শিল্পী সমিতির পাশে ক্যাম্প বসিয়েছে। ইলিয়াস-কাঞ্চন নিপূণ প্যানেল সমিতির সামনের খোলা জায়গায়, আর মিশা-জায়েদ প্যানেল সমিতির পশ্চিম পাশে ক্যাম্প বসিয়েছে। পালাক্রমে সেখানে বসেই দুই প্যানেলের প্রার্থীরা ভোটারদের সাথে আড্ডা দিচ্ছেন, খোঁজ-খবর নিচ্ছেন। এর ফলে প্রার্থীদের সাথে ভোটারদের যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়েছে। ইলিয়াস কাঞ্চন-নিপূণ ক্যাম্পে তারা ছাড়াও রিয়াজ, ফেরদৌস ছাড়াও অন্যরা বসছেন। অন্যদিকে মিশা-জায়েদ ক্যাম্পে তাদের পাশাপাশি অঞ্জনা, রোজিনা, সুচরিতা, মৌসুমীসহ অন্যরা বসছেন। দুই ক্যাম্পেই ভোটাররা যাচ্ছেন এবং মতবিনিয়ম করছেন। এতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আগে এমন পরিবেশ দেখা যেত সিনেমার শুটিং নিয়ে। একসঙ্গে দিনে গড়ে ১০-১২টি সিনেমার শুটিং চলায় এফডিসিতে কলাকুশলীদের ভিড়ে তিল ধারণের জায়গা থাকত না। সবাই শুটিংয়ে ব্যস্ত থাকতেন। এখন আর সিনেমা নির্মাণের এ ধরনের পরিবেশ নেই। এফডিসি নিষ্প্রাণ হয়ে পড়ে থাকে। এই নিষ্প্রাণ পরিবেশে মাঝে মাঝে প্রাণের সঞ্চার হয়, চলচ্চিত্র সংশ্লিষ্ট সমিতিগুলোর নির্বাচনকে কেন্দ্র করে। শিল্পীরা যেহেতু সরাসরি দর্শকের সাথে পরিচিত এবং তাদের ভক্ত শ্রেণী রয়েছে, তাই তাদের নির্বাচনকে কেন্দ্র করে পরিবেশ একটু বেশি সরব হয়ে উঠে। শিল্পীদের একে অপরের সঙ্গে দেখা করার সুযোগ এ সময়ে সৃষ্টি হয়। এবারের নির্বাচনকে কেন্দ্র করে তাই দেখা যাচ্ছে। নির্বাচন শেষে দেখা যাবে, এফডিসি আগের মতোই নিষ্প্রাণ হয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এফডিসিতে দুই প্যানেলের নির্বাচনী ক্যাম্প
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ