Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এফডিসির এমডি’র পদত্যাগের দাবীতে আন্দোলন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

গত শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এফডিসিতে প্রযোজক ও পরিচালকদের সংগঠনসহ চলচ্চিত্রের ১৭টি সংগঠনের কাউকে প্রবেশ করতে না দেয়ায় এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের পদত্যাগের দাবীতে আন্দোলন শুরু করেছে তারা। বিষয়টিকে অপমানজনক দাবি করে তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে ১৭ সংগঠন। তাদের পক্ষে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান আন্দোলনের কথা জানান। তিনি জানিয়েছিলেন,৩০ জানুয়ারি থেকে এফডিসির এমডিকে কর্মস্থলে ঢুকতে দেয়া হবে না। এমডি নুজহাত ইয়াসমিনকে অপসারণের দাবিতে আন্দোলন চলবে। গতকাল সকাল ৯টা থেকে এফডিসির ফটকে অবস্থান নেন ১৭ সংগঠনের নেতা-কর্মীরা। তবে আন্দোলন শুরুর আগেই এফডিসিতে প্রবেশ করেনে এমডি। প্রবীণ পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, আমরা শুনেছি, এফডিসির এমডি আগের দিন রাতেই এফডিসিতে ঢুকেছেন। তিনি আর বের হননি। অফিসেই আছেন। আমরা তার ব্যাপারে নতুন কর্মসূচির কথা ভাবছি। এফডিসির গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া জানান, এমডি মহোদয় প্রতিদিনের মতোই সঠিক সময়ে অফিসে এসেছেন। এদিকে ১৭ সংগঠন সূত্রে জানা গেছে, তারা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন। সেইসঙ্গে এমডিকে অবরুদ্ধ করে রাখার কর্মসূচিও আসতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এফডিসির এমডি’র পদত্যাগের দাবীতে আন্দোলন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ