Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এফডিসির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অরুণার প্রশ্ন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২২, ১২:০৫ এএম

এফডিসি’র নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন গুণী অভিনেত্রী অরুণা বিশ্বাস। সম্প্রতি এফডিসিতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে তিনি তার ব্যাগ খোয়ান। তার ব্যাগটি চুরি হয়ে যায়। ব্যাগে ছিল দুটি ফোন সেট, ঘরের চাবি, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। এতে তিনি এফডিসির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষুদ্ধ হন। অরুণা বলেন, এফডিসির সিকিউরিটি গার্ডরা অবশ্যই জানে, এফডিসির ভেতরে একটি সংঘবদ্ধ দল আছে যারা চুরি করে। যদি সবাইকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে আমার বিশ্বাস কিছু একটা ক্লু অবশ্যই পাবে। তিনি বলেন, আমাদের নিজেদের প্রোগ্রামে বাইরের এত লোক কিভাবে আসে আমরা কম বেশি সবাই জানি। আমার যে ক্ষতি হয়েছে আমি তা পূরণ করে নিতে পারব। তবে ভবিষ্যতে এমন দুর্ঘটনা কারো যেনো আর না হয়, এজন্য এদের চিহ্নিত করা জরুরি। তিনি বলেন, এফডিসির ভেতরে ইউটিউবার ও সাধারণ মানুষের অবাধ যাতায়াত বেড়েছে। অতিথি ও সাংবাদিক ছাড়া সংরক্ষিত এই স্থানে কারা ঢুকছে, কাদের সহায়তায় ঢুকছে, এসব তদারকি করা দরকার। না হলে এমন অনাকাক্সিক্ষত ঘটনা আরও ঘটতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এফডিসির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অরুণার প্রশ্ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ