Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেডারেশনের আমন্ত্রণ কেন নয়?

| প্রকাশের সময় : ২৫ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : কাবাডি খেলার জন্য দেশের জনপ্রিয় তিন দল ঢাকা আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ও শেখ জামাল ধানমন্ডিসহ বড় ক্লাবগুলোকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। অথচ বাংলাদেশ কাবাডি ফেডারেশন অনেকটাই নীরব! বড় ক্লাবগুলো ক্রিকেট ও ফুটবলে প্রতিষ্ঠিত তাই কাবাডিতে তার আসলে এ খেলাটি আরো জনপ্রিয়তা পেত। এমন আশায় সম্প্রতি এনএসসি সচিব অশোক কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে (সূত্র নং, এনএসসি/১২০/১৩/জেন/৯৪১) বলা হয়, ‘দেশের ঐতিহ্যবাহী এই খেলাটি (কাবাডি) বর্তমানে আন্তর্জাতিক খেলা হিসেবে এসএ গেমস ও এশিয়ান গেমসের একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট। আন্তর্জাতিক অঙ্গণে দেশের মর্যাদা সমুন্নত রাখার জন্য এই খেলার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের এগিয়ে আসা প্রয়োজন। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, সার্ভিসেস দলসমূহ ব্যতিত অন্য কোন সংগঠন/ক্লাব/সংস্থার কাবাডি দল গঠনে তেমন কোন আগ্রহ নেই। ফলশ্রæতিতে প্রথম ও প্রিমিয়ার বিভাগের মতো গুরুত্বপূর্ণ আসর আয়োজন করা ফেডারেশনের পক্ষে সম্ভব হয় না। দেশের জাতীয় খেলা হিসেবে কাবাডি খেলার মানোন্নয়ন সংশ্লিষ্ট সকলের এগিয়ে আসা প্রয়োজন।’ এনএসসি সচিবের এমন চিঠির পরিপ্রেক্ষিতে দেশের কাবাডি বোদ্ধাদের মনে প্রশ্ন জেগেছে, ফেডারেশনের কাজটা আসলে কী? এমন সিদ্ধান্ত তো তাদেরই নেওয়ার কথা। ফেডারেশনেরই সব ক্লাবের সঙ্গে যোগাযোগ করার কথা। অথচ তারা তা না করে নীরবে বসে আছে। এ প্রসঙ্গে এনএসসি সচিব অশোক কুমার বিশ্বাস বলেন, ‘কাবাডি ফেডারেশন আমাদের কাছে অনুরোধ করেছে আবাহনী ও মোহামেডানের মতো বড় ক্লাবগুলোকে চিঠি দিতে। যারা ক্রিকেট ও ফুটবলে খেলে থাকে। তারা যদি কাবাডি দলও গঠন করে এবং নিয়মিত কাবাডির বিভিন্ন আসরে অংশ নেয়, তাহলে খেলাটি আরো এগিয়ে যাবে। তাই আমরা কাবাডির সঙ্গে সংশ্লিষ্ট এবং এর বাইরে সকলকেই চিঠি দিয়েছি। কাউকেই বাদ দিইনি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেডারেশন

৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ