Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্যাব্রিজিও সভাপতি, মহাসচিব দিলদার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ৮:৩৪ পিএম

আন্তর্জাতিক উশু কুংফু কনফেডারেশনের (আইডব্লুকেসিএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন মেক্সিকোর প্রফেসর ফ্যাব্রিজিও উং এবং মহাসচিব করা হয়েছে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার শিফু দিলদার হাসান দিলুকে। সম্প্রতি এক জুম কনফারেন্সে আইডব্লুকেসিএফের ৪৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। চাইনিজ মার্শাল আর্টের সবচেয়ে বেশি প্রচলন রয়েছে বিশ্বের এমন ৩৩টি দেশের ৪৯ জন সিনিয়র গ্র্যান্ডমাস্টার ও শিফুরা অংশ নেন এই জুম কনফারেন্সে। কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশ কুংফু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অলিউর রহমান। কনফারেন্সে অংশ নেয়া দেশগুলো হলো- বাংলাদেশ, চীন, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, রাশিয়া, ভারত, পাকিস্তান, ভেনেজুয়েলা, আর্জেন্টিনা, হংকং, ব্রাজিল, ভিয়েতনাম, ইরান, কিউবা, বলিভিয়া, আলজেরিয়া, আফগানিস্তান, বুরকিনাফাসো, সিরিয়া, জর্ডান, স্পেন, পর্তুগাল, পোয়ের্তোরিকো, পেরু, ইতালি, ইরাক, মিশর, সুদান, কোপারা, ফ্রান্স ও ডমেনিক রিপাবলিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুংফু কনফেডারেশন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ