Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্তে অপতৎপরতার উপযুক্ত জবাব দেয়া হবে : পাক সেনাপ্রধান

| প্রকাশের সময় : ২৫ মে, ২০১৭, ১২:০০ এএম

মোতায়েনকৃত সেনা সদস্যদের উঁচু মাত্রার যুদ্ধ-প্রস্তুতি
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, যদিও তার দেশ প্রতিবেশী দেশগুলোর সীমান্তে টেকসই শান্তি চায়. তবে সীমান্তের চারটি ফ্রন্টে যেকোনো ধরনের শত্রæতামূলক তৎপরতার উপযুক্ত জবাব দেয়া হবে। রাওয়ালপিন্ডির সেনা সদরদপ্তরে ৭৫তম অ্যানুয়াল ফরমেশন কমান্ডার্স কনফারেন্স-এ জেনারেল কামার বাজওয়ার দেয়া বক্তৃতার বরাত দিয়ে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এ কথা বলেছে। জেনারেল বাজওয়া বলেন, দেশের নিরাপত্তা বাহিনীর সদস্য ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সীমাহীন আত্মত্যাগের মধ্যদিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে এবং দেশের মানুষ একটি শান্ত পাকিস্তান দেখতে চায়। গত মঙ্গলবারের এ কনফারেন্সে সেনাবাহিনীর সমস্ত সাধারণ কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং তাদেরকে ভূ-কৌশলগত পরিবেশ, অপারেশন রাদ-উল-ফাসাদের অগ্রগতি এবং প্রচলিত হুমকি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে ধারণা দেয়া হয়। এ সময় তিনি পূর্ব ও পশ্চিম সীমান্তে সা¤প্রতিক সফরের কথা উল্লেখ করে বলেন, এসব সীমান্তে মোতায়েনকৃত সেনা সদস্যরা উঁচু মাত্রার যুদ্ধ-প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তাদের মনোবল তুঙ্গে রয়েছে। সা¤প্রতিক যুদ্ধবিরতি লঙ্ঘনের সময় সেনারা যে জবাব দিয়েছে তার কথা উল্লেখ করেন জেনারেল বাজওয়া। পার্সটুডে।



 

Show all comments
  • বাপ্পারাজ ২৫ মে, ২০১৭, ১১:৫৫ এএম says : 1
    আমাদের সেনা প্রধান যদি এমন হতে !
    Total Reply(0) Reply
  • Nurul Afsar ২৫ মে, ২০১৭, ১২:০৮ পিএম says : 0
    Yes
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ