বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাওলানা আবুল হাসান, বামিংহাম থেকে : ব্রিে টনের বার্মিংহামে শুভ উদ্বোধন হয়েছে সিরাজাম মুনিরা জামে মসজিদ ও অ্যাডুকেশন সেন্টারের। গত রোববার দুপুরে এর উদ্বোধন করেন উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। এই প্রতিষ্ঠানের উদ্বোধনের মাধ্যমে বার্মিংহামের তরিকতপন্থীদের আরো একটি ইসলামি মারকাযের স্বপ্ন বাস্তবায়ন হলো। এই প্রতিষ্ঠানের কাজে ১.২ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলে এর ডাইরেক্টররা জানিয়েছেন।
খানকায়ে লতিফিয়া ইউকের খাদিম সুফি ক্বারী আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা মো. আব্দুল কাদির আল হাসান, চ্যানেল এস ইউকের সিও তাজ চৌধুরী, স্কুল অব এক্সিলেন্স এর ভাইস প্রিন্সিপাল মাওলানা গোফরান আহমদ চৌধুরী ফুলতলী, কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ নাসির আহমদ, আবুল হোসেন চৌধুরী, আলহাজ মৌলভী মকবুল আলী, আকস ব্রিজ জামে মসজিদের ইমাম হাফিয মাওলানা করিমুল ইসলাম, মাওলানা রফিক আহমদ, মাওলানা হুছামুদ্দীন আল হোমায়দী, আলহাজ এমদাদ হোসেন, মো. খুরশিদুল হক। নাশিদ পরিবেশন করেন আহলে মোহাব্বাহ শিল্পী গোষ্ঠীর শিল্পী ক্বারী গোলাম মাহফুজ, মো. হানিফ উদ্দিন।
এই মসজিদ কমপ্লেক্সের ফাউন্ডার হচ্ছেন উপমহাদেশের বিশিষ্ট ওলিয়ে কামিল আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। পরিচালক রয়েছেন পাঁচজন। এরা সবাই বাংলাদেশের সিলেট অঞ্চলের বাসিন্দা। তারা হচ্ছেন আলহাজ মো. মাহবুবুর রহমান চৌধুরী, আলহাজ মো. নানু মিয়া, আলহাজ হাফিজ সাব্বির আহমদ, আলহাজ মো. জসিম উদ্দিন, মাওলানা আবুল হাসান।
দু’তলা ফাউন্ডেশন বিশিষ্ট প্রায় ৩০ হাজার স্কয়ার ফুট এই মসজিদ কমপ্লেক্সের কাজ শুরু হয়েছিল দু’বছর আগে। এটি যুক্তরাজ্যের বার্মিংহামের কভেন্ট্রি সড়কের ইয়াডলিতে আজদা শপিং মলের পাশে অবস্থিত। সিরাজাম মুনিরা মসজিদ কমপ্লেক্সের ডাইরেক্টর আলহাজ মো. মাহবুবুর রহমান চৌধুরী জানান, প্রথম তলায় মসজিদ এবং দু’তলা সম্পন্নের পর সেখানে আবাসিক কলেজ করা হবে। যার পাঠ্যসূচিতে বৃটিশ কারিকুলাম ও ইসলামিয়াত বিষয় থাকবে। কলেজের জন্য থাকবে সমৃদ্ধ একটি লাইব্রেরি। বিভিন্ন দেশ থেকে আগত আলেম-উলামা ও ইসলািমক স্কলারদের থাকার জন্য আলাদা রুম। সম্পূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা-বিশ্বাস ও তরিকা-তাসাউফ পন্থী লোকদের দ্বারা এ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালিত হবে।
ডাইরেক্টর আলহাজ মো. নানু মিয়া বলেন, ইতোমধ্যে বিশাল এই কমপ্লেক্সের নিচতলার বড় একটি অংশের কাজ সম্পন্ন হয়েছে। সামনে রমজান মাস। রমজান মাসে এই মসজিদে খতম তারাবির নামাজ পড়া হবে। এজন্য অনেকটা দ্রæততার সাথে নিচতলার একটি অংশের কাজ সম্পন্ন করতে হয়েছে। পুরো কাজ সম্পন্ন হলে এই মসজিদে একসাথে প্রায় ৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
সিরাজাম মুনিরা জামে মসজিদ কমপ্লেক্সের ডাইরেক্টর আলহাজ হাফিয সাব্বির আহমদ ও আলহাজ মো. জসিম উদ্দিন জানান, যুক্তরাজ্যের মতো একটি মুসলিম সংখ্যালঘু দেশে বৃহৎ একটি ইসলামি মারকায প্রতিষ্ঠা অনেক কষ্টসাধ্য বিষয়। তারপরও আল্লাহর রহমতে ও আল্লামা বড় ছাহেব কিবলাহ ফুলতলীর নেক দোয়ায় আমরা এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। এর মাধ্যমে বার্মিংহামের মুসলমানদের আশা আকাক্সক্ষা পূরণ হবে।
ডাইরেক্টর মাওলানা আবুল হাসান এ বিষয়ে যোগ করে বলেন, মসজিদের কাজ সম্পূর্ণ সম্পন্ন হলে এর মাধ্যমে ইসলামের বহুবিদ খেতমত আঞ্জাম দেয়া যাবে। বিশেষ করে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তরিকা তাসাউফপন্থী আলেম উলামা ও ইসলামিক স্কলাররা এখানে আসবেন। তরিকা-তাসাউফ এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা বিশ্বাসে বিশ্বাসী মুসলমানদের মিলনস্থলে পরিণত হবে বলে তাদের বিশ্বাস।
বার্মিংহামের বাসিন্দা ফয়ছল আহমদ চৌধুরী, হাজী মো. শহীদ মিয়া মো. আব্দুল আলীম বলেন, এখানে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা অবস্থান করছেন। এতো বড় আয়তনের একটি মসজিদ নির্মিত হওয়ায় মুসল্লিদের মধ্যে আনন্দের বন্যা বইছে। ধর্মীয় কার্যক্রম ও ইবাদত বন্দেগীর জন্য সিরাজাম মুনিরা একটি বড় মাধ্যম হিসাবে কাজে আসবে বলে তারা মনে করছেন। পীর দরবেশ ও সুফিবাদিদের অনুসারীদের এমন একটি মারকায এখানে খুব প্রয়োজন ছিল বলেও তারা মনে করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।