Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬০টি ইউপিতে ভোট মঙ্গলবার

| প্রকাশের সময় : ২২ মে, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : আগামী মঙ্গলবার ৬০ ইউপি, জেলা পরিষদের ২১ ওয়ার্ড ও একটি পৌরসভায় ভোট হচ্ছে।  ভোটকে সামনে রেখে গতকাল রবিবার মধ্যরাতে শেষ হচ্ছে সব ধরনের প্রচার প্রচারণা। নির্বাচন সামগ্রী ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা নির্বাচনী এলাকায় পৌছেছে। আজ  সোমবার কেন্দ্রে  কেন্দ্রে পৌঁছানো হবে নির্বাচনী মালামাল। ৮১টি নির্বাচনী এলাকায় সাধারণ ও গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হলেও কক্সবাজারের মহেশখালী ইউনিয়ন পরিষদের ভোটের জন্য সর্বোচ্চ ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন। মহেশখালী উপজেলার আগে স্থগিত হওয়া কালারমারছড়া ইউপিতে সাধারণ নির্বাচন হচ্ছে।  এতে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে  গোলযোগ,সংঘর্ষের শঙ্কা করা হচ্ছে। জানতে চাইলে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব  মো. নুরুজ্জামান তালুকদার ইনকিলাবকে বলেন, কালারমারছড়া ইউপিতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা  নেওয়া হয়েছে। একটি মাত্র ইউনিয়নে ৩ প্লাটুন র‌্যাব, ২ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন কোস্টগার্ড ও ৫ জন ম্যাজিস্ট্রেট থাকবে। কেন্দ্রভিত্তিক নিরাপত্তা সদস্যের বাইরে টহলে থাকবে তারা। তিনি আরো জানান, বাকিসব নির্বাচনী এলাকায়ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার কর্মকর্তারা জানান, মঙ্গলবার ৬০টি ইউপির মধ্যে ১৭টিতে সাধারণ নির্বাচন;  মামলাজনিত কারণে স্থগিত ১৩ ইউপিতে পুনঃভোট ও বাকি ৩০টি ইউপিতে বিভিন্ন পদে উপ নির্বাচন হবে। একই সঙ্গে জেলা পরিষদে স্থগিত ২০টি ওয়ার্ডে পুনঃভোট ও ১টিতে উপ নির্বাচন হবে। এছাড়া জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভায় সাধারণ নির্বাচন হচ্ছে। স্থানীয় সরকারের এসব নির্বাচনে মেয়র- চেয়ারম্যান পদ দলীয়ভাবে ও সদস্য-কাউন্সিলর পদে নির্দলীয় প্রতীকে ভোট হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ