মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের বরখাস্তকৃত পরিচালক জেমস কোমিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের কথোপকথন নিয়ে সরগরম রয়েছে গণমাধ্যম। অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। এদিকে ল্যাভরভ এ অভিযোগ অস্বীকার করেছেন। তার ভাষ্য, কোমিকে নিয়ে ট্রাম্পের সঙ্গে তার কোনো কথাই হয়নি। গত সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করেন ল্যাভরভ। তার একদিন আগেই কোমিকে বরখাস্ত করেন ট্রাম্প। বৈঠকে তিনি ল্যাভরভকে বলেন, আমি এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্ত করেছি। এটা ছোট্ট একটি কাজ ছিল। তিনি প্রকৃত অর্থেই পাগলাটে একজন মানুষ। রাশিয়ার কারণে আমি বিরাট চাপের মুখে ছিলাম। এখন আর সেই চাপ নেই। ট্রাম্প-ল্যাভরভের কথোপকথন নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে নিউইয়র্ক টাইমস। প্রতিবেদন অনুযায়ী, সেসময় সেখানে ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াক উপস্থিত ছিলেন। নিউইয়র্ক টাইমস বলছে, তাদের কাছে এ মন্তব্যের রেকর্ড আছে। গত শনিবার সাইপ্রাসে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ল্যাভরভ বলেন, আমরা এ বিষয়টি নিয়ে (কোমির বরখাস্ত) কোনো আলোচনা করিনি। ট্রাম্প ও তার প্রশাসনের রুশ সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করছে মার্কিন সিনেট ও এফবিআই। নেতৃত্বে ছিলেন এফবিআইয়ের বিদায়ী প্রধান কোমি। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি তদন্ত প্রভাবিত করতেই কোমিকে পদ থেকে সরিয়ে দিয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। তার মতে, জেমস কোমি সবার কাছেই (ডেমোক্র্যাট ও রিপাবলিকান) খুবই অজনপ্রিয় ছিলেন। তাই তাকে সরিয়ে দেয়া হয়েছে। অন্যদিকে কোমির দাবি, তার কাছে আনুগত্য দাবি করেছিলেন ট্রাম্প। ইতিবাচক সায় না পেয়ে তাকে বরখাস্ত করেন। কোমির পরে রুশ সংশ্লিষ্টতার তদন্ত দলের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সংস্থাটির সাবেক পরিচালক রবার্ট মুলারকে। এখন তার হাত ধরেই দেশটির ইতিহাসে সবচে বড় এ তদন্ত কাজ এগিয়ে যাবে। তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন অপসারিত এফবিআই প্রধান জেমস কোমি। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।