Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জীবনমান উন্নয়নে বহির্বিশ্বের সঙ্গে সংযোগ চাই : রুহানি

৫৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত

| প্রকাশের সময় : ২২ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পারস্য উপসাগরীয় দেশ ইরানের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন হাসান রুহানি। বিজয়ের পরে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ইরানিরা কট্টরপন্থার বিরুদ্ধে তাদের মতামত দিয়েছেন। তারা বহির্বিশ্বের সঙ্গে আরো সংযোগ স্থাপন করতে চান। গত শুক্রবারের নির্বাচনে তিনি ৫৭ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। রুহানির জয় নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী আবদোলরেজা রাহমানিফাজলি। এর আগে বেসরকারি ফলাফলে রুহানি ৫৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন বলে জানানো হয়েছিল।  সরকারি ফলাফলে বলা হয়, এবারের নির্বাচনে মোট ভোট পড়েছে ৪ কোটি ১২ লাখ। এর মধ্যে রুহানি পেয়েছেন ২ কোটি ৩৫ লাখ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী রক্ষণশীল প্রার্থী ইব্রাহীম রাইসি পেয়েছেন  ১ কোটি ৫৮ লাখ ভোট। রুহানি বলেন, এবারের নির্বাচনে ইরানিরা সংঘাত ও কট্টরপন্থার বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থান জানিয়েছেন। উদারপন্থাকে সমর্থন দিয়েছেন। ভোটের এ ফল প্রমাণ করে, তারা বহির্বিশ্বের সঙ্গে আরো সংযোগ স্থাপন করতে চান। জীবনমানের উন্নতি চান। হাসান রুহানি উদারপন্থী হিসেবে বিশ্বে পরিচিত। ২০১৩ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার ক্ষমতায় বসেন। তিনি এমন এক সময় দায়িত্ব নেন যখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে দেশটির অর্থনীতি ক্রমশ ভেঙে পড়ছিল। রাজনৈতিকভাবে একটি বিচ্ছিন্ন দেশ হিসেবে ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে। উদারপন্থী রুহানির নেতৃত্বে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় ইরান। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রসহ ৬ বিশ্বশক্তির সঙ্গে চুক্তি করতে সক্ষম হয়। উঠে যায় নিষেধাজ্ঞা, ফিরে আসতে শুরু করে বিদেশী বিনিয়োগ ও অর্থনীতির গতি। এখন আঞ্চলিক ও বিশ্ব রাজনীতিতেও ভূমিকা রাখছে ইরান। গত ৪ বছরের মেয়াদকালে দেশের সামগ্রিক গতি ফেরাতে ইতিবাচক ভূমিকা রাখাই রুহানির সবচে বড় অবদান বিবেচনা করা হয়। এ ভাবমূর্তির কারণে তিনি ভোটারদের কাছেও বেশ জনপ্রিয়। এবারের নির্বাচনে এটা তার জন্য বাড়তি পাওনা হিসেবে যোগ হয়েছে। এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি দেশটির ১২তম প্রেসিডেন্ট নির্বাচন এবং শহর ও গ্রাম পরিষদ নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতির জন্য ইরানি জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। শনিবার দেশটির সর্বোচ্চ নেতা বলেন, ‘গতকালের (শুক্রবার) নির্বাচনগুলোর প্রকৃত বিজয়ী আপনারা ইরানি জনগণ এবং ইসলামী সরকার ব্যবস্থা যা শত্রæদের নানা ষড়যন্ত্র এবং অপচেষ্টা সত্তে¡ও এই মহান জাতির আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বিবিসি, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুহানি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ