Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তদন্তের মুখে পদত্যাগে অস্বীকৃতি তেমারের

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক :  দুর্নীতির বিষয়ে মুখ বন্ধ রাখতে এক সাক্ষীকে ঘুষ দেয়ার অভিযোগ উঠেছে ব্রাজিলের প্রেসিডেন্ট  মিশেল তেমারের বিরুদ্ধে। প্রেসিডেন্টের বিরুদ্ধে ওঠা এ অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। তবে তদন্তসত্তে¡ও প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন মিশেল তেমার। বৃহস্পতিবার দেশব্যাপী স¤প্রচারিত ৫ মিনিটের সংক্ষিপ্ত এক ভাষণে প্রেসিডেন্ট তেমার বলেন, তিনি অন্যায় কিছু করেননি। তার শাসনামলে ব্রাজিলের স্থির অর্থনীতি সচল হয়েছে। তিনি তার বিরুদ্ধে করা তদন্তকে স্বাগত জানিয়েছেন। এ তদন্ততাকে নির্দোষ প্রমাণিত করবে বলে তার ধারণা। এছাড়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি পদত্যাগ করব না। প্রেসিডেন্ট তেমারের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের তদন্ত শুরুর নির্দেশের পর তার অবস্থা বিপজ্জনক হয়ে উঠেছে বলে এক সূত্র জানিয়েছে। ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তের কারণে দেশটির আর্থিক বাজারে অস্থিরতা বিরাজ করছে। এছাড়া কংগ্রেসে তেমারের উচ্চাভিলাষী ব্যয় সংকোচন কর্মসূচি পাস কঠিন হবে বলে সন্দেহ করা হচ্ছে। অপর এক খবরে বলা হয়, ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল তেমার ২০১০ সাল থেকে এ পর্যন্ত ৫০ লাখ মার্কিন ডলারেরও বেশি ঘুষ নিয়েছেন। দেশটির সুপ্রিম কোর্ট গত শুক্রবার এ বিষয়ে এক সাক্ষীর বক্তব্য প্রকাশ করেছে। ব্রাজিলের গোশত প্যাকেটজাতকারী বৃহৎ প্রতিষ্ঠানের প্রধান আদালতে এ সাক্ষ্য দিয়েছেন। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তদন্ত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ