Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপান্তরকামীদের সুন্দরী প্রতিযোগিতা

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের কেরালা রাজ্যে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রূপান্তরকামীদের সুন্দরী প্রতিযোগিতা। আগামী ২৫ জুন কেরালার বন্দরনগরী কোচিতে জমকালোভাবে তৃতীয় লিঙ্গের এই সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে। কেরালার রূপান্তরকামীদের সংগঠন ধওয়াহ আর্টস অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আয়োজকরা বলছে, এই আয়োজন শুধু সুন্দরী খোঁজা নয়, সমাজে তৃতীয় লিঙ্গের ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তির জন্যই এমন আয়োজন। প্রতিযোগিতার জন্য এরই মধ্যে কোচি ও মালাবরের অডিশন থেকে ১৫ ও ১১ জন প্রতিযোগীকে বাছাই করা হয়েছে। প্রাথমিক পর্ব শেষে ২৭ জন প্রতিযোগী আগামী ২৩ মে থেকে কচিতে দুইদিনের চূড়ান্ত গ্রæমিংয়ে অংশ নেবে।এরপর তাদের মধ্য থেকে ১৫ জনকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হবে এবং যিনি বিজয়ী হবেন তিনি কুইন অব ধওয়াহ ২০১৭ জিতবেন। প্রতিযোগীরা খ্যাতনামা মেকাপ শিল্পী রেনজু রেনজিমারের অধীনে গ্রæমিং সেশনে অংশ নিয়েছিল। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুন্দর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ