Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেসবুকের ১২ কোটি ডলার জরিমানা

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপিয়ান ইউনিয়ন সোশ্যাল মিডিয়া জগতের প্রধানতম কোম্পানি ফেসবুককে ১১ কোটি ইউরো (১২ কোটি ডলার) জরিমানা করেছে। অভিযোগ আছে, ২০১৪ সালের শেষ দিকে হোয়াটস-আপ অধিগ্রহণের সময় ফেসবুক মিথ্যা তথ্য দিয়েছিল। ২০১৪ সালে কমিশনের নিয়ন্ত্রকরা ১৯ বিলিয়ন ডলারের হোয়াটস-আপ অধিগ্রহণের চুক্তিটি অনুমোদন করেন। এ সময় ফেসবুক জানায়, তারা তাদের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ও হোয়াটস-আপ ব্যবহারকারীদের অ্যাকাউন্টের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ স্থাপন করতে সক্ষম নয়। কিন্তু ২০১৬ সালে তার সেবা ও নিরাপত্তা নীতির উন্নতি করার পর জানায়, হোয়াটস-আপ ব্যবহারকারীদের ফোন নম্বর থেকে ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্টে ঢোকা সম্ভব হতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের তদন্ত শুরু হলে বেরিয়ে আসে, এ সম্ভাবনা ২০১৪ সালেও ছিল এবং ফেসবুকের তথ্য মিথ্যা। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেসবুক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ