প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: বিগত প্রায় দুই মাস ধরে চলচ্চিত্রাঙ্গণে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে। সর্বশেষ বিভিন্ন গণমাধ্যমে পরিচালক সমিতিকে হেয় করে চিত্রনায়ক বাপ্পারাজ কথা বলেছেন বলে অভিযোগ উঠেছে। এ প্রেক্ষিতে পরিচালক সমিতি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এ নিয়ে রাজ্জাক পরিবার বেশ অসন্তুষ্ট। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন নায়করাজ রাজ্জাকের ছোট ছেলে চিত্রনায়ক স¤্রাট। তিনি বলেন, বিএফডিসির সকল সংগঠন থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার চিন্তা করছি। প্রযোজক সমিতিতে আমার সদস্যপদ রয়েছে। ভাবছি সেটা সারেন্ডার করে আসব। এ ছাড়া শিল্পী সমিতিতেও সারেন্ডার করব। এসবে এখন আর আগ্রহ নেই। বিএফডিসির ভেতরে পুলিশ, মারামারি এর আগে কখনো হয়নি। আমরা শিল্পী মানুষ সম্মানের সাথে সম্মিলিতভাবে কাজ করেছি। আমার ব্যক্তিগত মতামত হলো-আমি একজন শিল্পী। চলচ্চিত্র ক্যারিয়ারে আমার দশ বছর পেরিয়ে গেছে। ভোটের দিন ভোট দিতে গেলাম, গেটে পুলিশ আমাদের আটকে দিল। পুলিশ চিত্রনায়ক বাপ্পারাজ, সম্রাটকে চিনল না। আমরাই যদি এফডিসিতে ঢুকতে না পারি তা হলে কারা ঢুকবে? রাজ্জাক সাহেবের ছেলেরাও যদি এফডিসিতে স্বাভাবিকভাবে ঢুকতে না পারে তা হলে এই ইন্ডাস্ট্রিতে রাজ পরিবারের থাকার প্রয়োজন নেই। আমরা সুন্দর মতো চলে আসতে চাই। আমাদের ইজ্জত আমাদের জায়গায়। তিনি বলেন, খুব খারাপ লাগছে বলেই চলে আসতে চাই। আমরা ঝগড়া-ঝাটি করতেও পারব না, কোনোদিন করিওনি, কারো সাথে মনোমালিন্যও হয়নি। যতদিন কাজ করেছি সবার সঙ্গে মিলেমিশে আপন মনে করে কাজ করেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।