Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহামেডানকে শেষ আটে নিল চট্ট.আবাহনী

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের মৌসুম সূচক টুর্নামেন্ট ওয়ালটন ফেডারেশন কাপের ‘সি’ গ্রæপের শেষ ম্যাচে চট্টগ্রাম আবহানীর জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো ঢাকা মোহামেডানের। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে। ফলে তারা গ্রæপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পেল। মোহামেডান গ্রæপ রানার্সআপ হয়ে কোয়ার্টারে উঠলেও টুর্নামেন্ট থেকে বিদায় নিল আরামবাগ।
গ্রæপে নিজেদের প্রথম ম্যাচ মোহামেডানের কাছে হেরে ব্যকফুটে ছিলো আরামবাগ। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে হারাতে পারলে কোয়ার্টারে যাবার রাস্তা খোলা ছিল তাদের। তবে সেই সমীকরণের পথে তাদের হাটার সুযোগই দিলো না চট্টগ্রামের দলটি। কাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাতœক ফুটবল খেলে চট্টগ্রাম আবাহনী। ২৯ মিনিটে আরামবাগ বক্সের প্রায় ৫ গজ দূরে ফ্রি কিক পায় তারা। অধিনায়ক মিডফিল্ডার জাহিদ হোসেনের শট বক্সে ক্লিয়ার করেন আরামবাগের ডিফেন্ডাররা। এরপর বেশ ক’টি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি চট্টগ্রাম। অবশেষে গোল পায় তারা। ম্যাচের ৩৪ মিনিটে জাহিদের কর্ণার থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড ওলাদিপু (১-০)। দু’মিনিট পরই ম্যাচে সমতা আসে। ৩৬ মিনিটে যখন প্রায় মাঝ মাঠ থেকে একাই  বল নিয়ে  আবাহনীর বক্সে ঢুকে পরেন আরামবাগের জেন জুলস ইকাঙ্গা। প্রায় ফাকা পোস্ট পেয়ে বাম পায়ের কোনাকোনি  শটে গোল করেন তিনি (১-১)। সমতাতেই শেষ হয় প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া ছিলো চট্টগ্রাম আবাহনী। ৬১ মিনিটে এলিসন উদোকার গোলে ব্যবধান বাড়ায় তারা (২-১)। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয়েই মাঠ ছাড়েন জাহিদরা।
বড় জয়ে দ্বিতীয় রাউন্ডে ইনকিলাব
স্পোর্টস রিপোর্টার : বড় জয়ে এটম গাম-ডিআরইউ মিডিয়া কাপ হ্যান্ডবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠেছে দৈনিক ইনকিলাব। গতকাল শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দিনের ষষ্ঠ ম্যাচে ইনকিলাব ৮-০ গোলে হারায় কালেরকন্ঠ কে। ইনকিলাবের অতিথি খেলোয়াড় রবিউল ইসলাম একাই সাত গোল করে ম্যাচ সেরার পুরষ্কার পান। আজ সকাল সাড়ে ১১টায় একই ভেন্যুতে দ্বিতীয় রাউন্ডে ইনকিলাব মুখোমুখী হবে গাজী টিভির। দিনের অন্যন্য ম্যাচে দ্য রিপোর্ট ২৪ডটকম টাইব্রেকারে ৩-২ গোলে নয়া দিগন্তকে, এসএটিভি ৫-৩ গোলে যমুনা টিভিকে, চ্যানেল আই ৮-১ গোলে সমকালকে, আরটিভি ৩-১ গোলে দৈনিক যুগান্তরকে, এটিএন বাংলা  ২-০ গোলে নিউ এজকে, বাসস ১২-০ গোলে আলোকিত বাংলাদেশকে হারায়। এছাড়া দৈনিক ইত্তেফাক মাঠে না আসায়  বাংলাদেশ প্রতিদিন ওয়াকওভার পায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোহামেডান

৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ