নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগে মাদারবাড়ি উদয়ন সংঘ শুভসূচনা করেছে। গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৩-০ গোলে উড়িয়ে দেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজকে। ম্যাচে মাদারবাড়ি একচেটিয়া খেলে মোহামেডান ব্লুজকে ধরাশায়ী করে। প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়েছিল। বিজয়ীদের পক্ষে মুরাদ, আরিফুল ও পরিমল একটি করে গোল করেন। খেলার শুরু থেকেই দাপট দেখায় মাদারবাড়ি উদয়ন সংঘ। ফলে চার মিনিটেই গোলের দেখা পায় তারা। ডানপ্রান্ত দিয়ে সাকিবের ক্রস করা বল বক্সের ভেতর রক্ষণভাগের তিন খেলোয়াড়ের খেয়ালীপনার সুযোগ নিয়ে মুরাদ ডান পায়ের চমৎকার শর্ট বল জালে জড়িয়ে যায় (১-০)। এরপর উভয় দল আক্রমণ, পাল্টা আক্রমণ করে খেললেও প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে মাদারবাড়ি উজ্জীবিত খেলা উপহার দিয়ে আরো দুটি গোল আদায় করে নেয়। ৭৩ মিনিটে আরিফুল (২-০) ও ইনজুরি টাইমে পরিমল (৩-০) গোল করে ব্যবধান বাড়ায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।