Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিরোপার আরো কাছে রিয়াল

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক  : ক্রিশ্চিয়ানো রোনালদো ঝলকে সেল্তা ভিগোকে ৪-১ গোলে হারিয়ে শিরোপার কাছাকাছি পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। ম্যাচে রোনালদো দু’টি এবং করিম বেনজেমা ও টনি ক্রুস একটি করে গোল করেন। এই জয়ে বার্সেলোনাকে টপকে লা লিগার শীর্ষে উঠে আসলো তারা। ৩৭ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ৯০ পয়েন্ট। সমান ম্যাচে বার্সেলোনা পেয়েছে ৮৭ পয়েন্ট। শিরোপা জিততে শেষ ম্যাচে মালাগার বিপক্ষে  ড্র করলেই চলবে রিয়ালের। আর যদি তাই হয় তবে ২০১২ সালের পর প্রথমবারের মতো লা লিগার শিরোপা ঘরে তুলবে জিনেদিন জিদানের দল।
লিগের শেষ ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই হেরেছে সেল্তা। তাও আবার শেষ পাঁচটিতে টানা হার। বড় জয় পেলেও সেল্তাকে হারাতে ঘাম ঝরেছে রিয়ালের। অনেকটা প্রতিশোধের নেশায় খেলেছে রিয়াল। কারণ গত জানুয়ারিতে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে এই সেল্তার কাছে হেরেই ট্রেবলের স্বপ্ন ভেঙেছিল রিয়ালের। গেলপরশু রাতে সেই সেল্তা ভিগোকে হারিয়ে ডাবলের পথে আরেকটু এগুলো ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
সেলতার মাঠে ম্যাচের দশ মিনিটেই পিছিয়ে পরে স্বাগতিক দল। ইসকোকের পাস থেকে বল পেয়ে রোনালদো প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটের গোল করে রিয়ালকে এগিয়ে নেন (১-০)। গোল করার পর যেন কিছুটা রক্ষণাতœক হয়ে ওঠে জিদানের শিষ্যরা। ব্যবধান বাড়াতে আক্রমণাতœক ফুটবল খেলার বদলে তারা নিজেদের রক্ষণ সামলাতেই বেশী ব্যস্ত ছিলো। এই সময়ে সেল্তা আক্রমণের পর আক্রমণ করে রিয়াল রক্ষণদূর্গে ভীতি ছড়ায়। ধারাবাহিক আক্রমণের মুখে ম্যাচের ৩৪ মিনিটে গোলবঞ্চিত হয় সেল্তা। এসময় ড্যানিয়েল ভাসের ফ্রি-কিক দক্ষতায় সঙ্গেই ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস। ইয়াগো আসপাসও বেশ ক’টি আক্রমণ সানান রিয়াল গোলমুখে। কিন্তু তার কোন আক্রমণই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছেনি। ইয়াগো’র সবগুলো শটই নাভাসের আশপাশ দিয়ে বাইরে চলে যায়। ম্যাচের ৪২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে একটি পেনাল্টি থেকে বঞ্চিত হয় সেল্তা। এসময় রাফায়েল ভারানের হ্যান্ডবলে রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করেন ইয়াগো। রেফারি তাকে হলুদ কার্ড দেখান।
এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের জন্য ক্ষুধার্ত দেখা যায় রোনালদোকে। ম্যাচের ৪৮ মিনিটে ইসকোর পাস থেকে নিজের এবং দলের হয়ে দ্বিতীয় গোল করে রোনালদো। তার চমৎকার শট সেল্তার গোল বারের কোনায় লেগ বল জালে জড়ালে ব্যবধান বাড়ায় রিয়াল (২-০)। ম্যাচের ৬২ মিনিটে ডাইভ মারার দায়ে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন ইয়াগো আসপাস। ফলে দশ জনের দলে পরিণত হয় সেল্তা। তবে ডি-বক্সে ডাইভ দেননি লা লিগার এবারের আসরে ১৮ গোল করা এই স্প্যানিশ ফরোয়ার্ড। আবার সের্হিও রামোসের ফাউলও পেনাল্টির মতো ছিল না। ম্যাচের আগে থেকেই নিষিদ্ধ ছিলেন সেল্তার কোচ। এবার ৬৫ মিনিটে তার সহকারীকে লালকার্ড দেখান রেফারি। তবে নাটকীয়তার মধ্যেই ৬৭ মিনিটে ভাসের দারুণ এক শট ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক নাভাস।
৬৯ মিনিটে ব্যবধান কমায় সেল্তা। এসময় জন গিদেত্তির শটের বল একজনের গায়ে লেগে রিয়ালের জালে জড়ায় (১-২)। গোল হজমের দু’মিনিটের মাথায় তৃতীয়বার ব্যবধান বাড়ায় রিয়াল। ম্যাচের ৭১ মিনিটে মার্সেলোর কাছ থেকে বল পেয়ে অরক্ষিত বেনজেমা দারুণ শটে গোল করেন (৩-১)। ৭৫ মিনিটে সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হওয়ায় হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন রোনালদো। ৮৫ মিনিটে ব্যর্থ বেনজেমাও। তবে তিন মিনিট পর ঠিকই গোল আদায় করে নেয় বিজয়ীরা। ম্যাচের ৮৮ মিনিটে ক্রুসের বুলেট গতির শট আশ্রয় নেয় সেল্তার জালে (৪-১)। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয়েই মাঠ ছাড়ে জিদানের শীষ্যরা। এই ম্যাচে গোল করে লিগের প্রতিটি ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠানোর অসাধারণ কীর্তি গড়ার পথে আরেকধাপ এগিয়ে গেল রিয়াল।
সবার উপরে রোনালদো
লিগ ফুটবলে রোনালদোর মোট ৩৬৮ গোল এসেছে দুই ক্লাবের জার্সিতে। রিয়ালে যোগ দেওয়ার আগে পর্তুগিজ অধিনায়ক খেলেছেন ম্যানচেস্টারের জার্সিতে। ইংলিশ এই ক্লাবে তিনি গোল করেছেন ৮৪টি। তার সঙ্গে রিয়ালে এখন পর্যন্ত তার লক্ষ্যভেদ ২৮৪বার। সবমিলিয়ে তাই গোলের নতুন রেকর্ডে নাম লেখালেন ইউরো জয়ী এই তারকা। খুব বেশি পিছিয়ে নেই লিওনেল মেসিও। এখনও খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে রোনালদোর পরই ৩৪৬ গোল নিয়ে রয়েছেন আর্জেন্টাইন তারকা। তালিকার পরের জায়গায় থাকা জøাতান ইব্রাহিমোভিচ ২৬৮ গোল নিয়ে রয়েছেন ১১তম স্থানে।
ইউরোপের সর্বোচ্চ গোলদাতা
ফুটবলার    গোল
ক্রি.রোনালদো    ৩৬৮
জিমি গ্রেভস    ৩৬৬
জার্ড মুলার        ৩৬৫
লিওনেল মেসি    ৩৪৭
স্টিভ বøুমার    ৩১৪



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিয়াল

২১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ