পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পর্যটন বিকাশে জাতীয় কমিটি প্রয়োজন রাশেদ খান মেনন
চট্টগ্রাম ব্যুরো : দেশে পর্যটন শিল্পের বিকাশে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি বা ‘ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি’ গঠন প্রয়োজন উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, হলি আর্টিজেনের ঘটনায় আমাদের পর্যটন খাত হোঁচট খেয়েছে। ভবিষ্যতে এ ধরনের সমস্যা হলে তা কিভাবে মোকাবেলা করা যায় তার একটি উপায় বের করা জরুরী।
গতকাল (মঙ্গলবার) নগরীর পাঁচ তারকা রেডিসন বøু চিটাগাং বে ভিউ হোটেলে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ক্রাইসিস কমিউনিকেশন ও টেকনিক্যাল ট্যুর’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন মন্ত্রী।
অপর এক প্রশ্নের জবাবে বনানীর একটি হোটেলে সংগঠিত সাম্প্রতিক ঘটনা পর্যটন খাতে প্রভাব ফেলবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, এটার সাথে পর্যটনের কোনো সম্পর্ক নেই, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা ইউএনডবিøউটিও’র এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যৌথ কমিশনের তিন দিনব্যাপী ২৯তম সম্মেলনের গতকাল দ্বিতীয় দিন এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডবিøউটিও’র চিফ অব কমিউটিকেটরস স্যান্ড্রা কার্বো।
সেমিনার শেষে জানতে চাইলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, আমাদের প্রতিনিধি বলেছেন যে, বাংলাদেশে যেটা প্রয়োজন সেটা হচ্ছে- ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট একটা কমিটি করা। এটা যদিও রাষ্ট্রীয়ভাবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তরফ থেকে দেখা হয় কিন্তু যখন সন্ত্রাসী ঘটনা ঘটে তখন সেখানে একটা ন্যাশনাল কমিটি যদি না থাকে তাহলে পরে এটাকে ট্যাকল করা বেশ কঠিন হয়ে যায়। মেনন বলেন, সুতরাং আমরা চাইব- এ থেকে যা বেরিয়ে আসল, ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য প্রিপেয়ারডনেস। যদি প্রতিটি ঘটনার সাথে মিলিয়ে ন্যাশনাল কমিটি কাজ করে, সেটাই প্রস্তুতি। আমাদের এখনও পর্যন্ত যখন যেটা আসছে তখন সেটাকে মোকাবেলা করছি। যদি কোনো বন্যা, সুনামি জাতীয় বা সিডর হয় তখন সেটা ডিজাসটার ম্যানেজমেন্ট মন্ত্রণালয় করছে। যখন আইন-শৃঙ্খলার প্রশ্ন থাকে তখন এটা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন শৃঙ্খলা বাহিনীগুলো।
মন্ত্রী মেনন বলেন, কিন্তু এগুলোকে সমন্বিত জায়গায় নিয়ে আসা প্রয়োজন বলে আজকের আলোচনায় বেরিয়ে আসল এবং সেটা করতে গেলে পরে ন্যাশনাল কমিটি ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট হওয়া বাঞ্চনীয়। সেমিনারে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির বলেন, হলি আর্টিজানের ঘটনায় আমাদের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বিদেশি পর্যটক তাদের সফর বাতিল করেছেন। স্বরাষ্ট্র-পররাষ্ট্রসহ বিভিন্ন দপ্তরের সহযোগিতায় ওই পরিস্থিতি সামাল দেয়া হয়েছে। গণমাধ্যমও এখানে ভালো ভূমিকা রেখেছে।
আখতারুজ্জামান খান কবির বলেন, পর্যটন শিল্পের বিকাশে ও ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবেলায় একটি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি করা গেলে ভালো হয়। আমাদের ক্ষেত্রে এসে যেটা আঘাত করে সেটা হলো ট্যুরিজমে আঘাত করে। হলি আর্টিজেনের পরে আমাদের এখানে বিদেশি ট্যুরিস্টদের আগমন কমে গিয়েছিল। এক্ষেত্রে প্রয়োজন মিডিয়ার সাথে কমিউনিকেশন এবং পাবলিক ও প্রাইভেট সেক্টরে কো-অপারেশন করা।
সেমিনারে বেঙ্গল ট্যুরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হোসাইন বলেন, গত কয়েক বছরে বাংলাদেশে যে কয়টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে তার চেয়ে বেশি হামলা অন্যান্য দেশে ঘটেছে। আমাদের এখানে পর্যটক কম হওয়ার পেছনে সন্ত্রাসী হামলার চেয়েও সরকারি তৎপরতার অভাবটি বেশি লক্ষণীয়।
আলোচনায় অংশ নেন ইন্টারন্যাশনাল ট্যুরিজম পার্টনারশিপের ড্যানিয়েল ওয়াগনার, শ্রীলঙ্কার পর্যটন সংস্থার মহাপরিচালক মালরাজ ভারথা কৈরালা, ইন্দোনেশিয়ার পর্যটন মন্ত্রণালয়ের পরিচালক অনি ইনসানি ও জাপানের অফিস অব ইন্টারন্যাশনাল ট্যুরিজমের নির্বাহী পরিচালক হিরশি সওয়াবে। তিনদিনের এ সম্মেলনে ৩০টি দেশের তিন শতাধিক প্রতিনিধি যোগ দিয়েছেন। আজ সম্মেলন শেষ হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।