Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

প্রতিবেশী দেশের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় যাওয়ার দিন শেষ গয়েশ্বর রায়

সংঘর্ষের মধ্যদিয়ে শেষ হলো রাজশাহী বিএনপির মহানগর সম্মেলন

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম


রাজশাহী ব্যুরো : শনিরদশা থেকে মুক্ত হতে পারছেনা রাজশাহী বিএনপি। গতকাল বিকেলে নগরীর একটি কমিউনিটি স্টোরে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ চেয়ার ভাঙচুরের আর কেন্দ্রীয় নেতাদের তীব্র ক্ষোভের মধ্যদিয়ে শেষ হলো বিএনপি রাজশাহী মহানগরের কর্মী সম্মেলন’১৭। রাজশাহী সিটি মেয়র মো: মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বক্তা ছিলেন সাবেক সিটি মেয়র ও চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। কেন্দ্রীয় নেতা শাহীন শওকত, সাইফুল ইসলাম মার্শাাল, শফিকুল হক মিলন প্রমুখ। সভা শুরুর কিছুক্ষনের মধ্যেই যুবদল কমিটি গঠন নিয়ে আগে থেকে সৃষ্ট হওয়া দৃুটি গ্রুপের মধ্যে বাকবিতন্ডা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে পুলিশী কড়া ভূমিকার কারনে খুব একটা না অনুষ্ঠান স্থলে একে অপরের দিকে তেড়ে তেড়ে যাওয়া অব্যাহত ছিল শেষ পর্যন্ত। এনিয়ে মঞ্চে উপস্থিত সবাই ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এর মধ্যেই প্রধান অতিথির ভাষনে বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আগামী নির্বাচন বিএনপিকে বাদ দিয়ে হতে পারেনা। যে নামেই হোক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। হাসিনার অধীনে নয়। তিনি বলেন, নির্বাচন থেকে বেগম খালেদা জিয়াকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে। একজন তেরটি মামলা নিয়ে প্যারোলে থেকে দেশ চালাচ্ছেন। আরেকজন বিএনপি নেত্রী খালেদা জিয়া আদালতে হাজিরার পর হাজিরা দিচ্ছেন। এটি কেমন বিষয়। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ ঘোষণা করেছেন। সুধীজনরা এটাকে স্বাগত জানালেও আওয়ামী লীগ ও তার সহচররা করছেন বির্তক। আওয়ামী লীগের নেতারা বলছেন এটি নাকি আন্ত:সার শুন্য। কেউ বলছেন বিএনপি আওয়ামী লীগের ভিশন চুরি করেছে। যদি তাই হয় তাহলে আওয়ামীলীগের ভিশন কি আন্ত:সার শুন্য ছিল। তাদের মাথা ঠিক নেই কখন কি যে বলেন। মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন এত টাকা দিয়ে কি হবে। ক্ষমতায় না থাকতে পারলে সব মাটি হবে যাবে। সেজন্যতো বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। তিনি বলেন বিরোধী দলকে দমন নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সরকারী দলের জন্য এক আইন আর বিরোধী দলের জন্য আরেক রকম। দেশে আজ আইনের শাসন নেই। সর্বত্র দলীয় করন হয়েছে। দূনীতি লুটপাট চলছে সমানে। তিনি বলেন প্রতিবেশী দেশ ভারত গণতান্ত্রিক দেশ। অথচ তারা প্রতিবেশী এ দেশটিকে গণতন্ত্র চর্চা ব্যাহত করছে। এবারো সে চেষ্টা হলে বিশ্ববাসী মেনে নেবেনা। আওয়ামী লীগের উদ্দ্যেশে তিনি বলেন দেশের জনগনের উপর আস্থা রাখুন। ভারত বিগত দিনের মত আপনাদের আর ক্ষমতায় আনতে পারবেনা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন নিজেদের মধ্যে সকল বিরোধ মিটিয়ে ফেলুন। বেগম খালেদা জিয়ার ভিশন নিয়ে জনগনের কাছে যান। বিশেষ অতিথির ভাষনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন রাজশাহী বিএনপির ঘাঁটি। সেখানে নিজেদের মধ্যে কোন্দল করে তা নষ্ট করবেন না। ক্ষোভ প্রকাশ করে বলেন নিজেদের মধ্যে মারামারি করে বাহাদুরি দেখান। রাস্তায় নেমে আওয়ামীলীগের সাথে বাহাদুরি দেখান না কেন? বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ঘটনার জন্য দু:খ প্রকাশ করে বলেন নিজেদের মধ্যে হানাহানি মোটেই কাম্য নয়। বিএনপি বড় দল সেখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। তাই বলে এনিয়ে নিজেদের মধ্যে মারামারি করে নয়। সভাপতির ভাষনে মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন রাজশাহী বিএনপির ঘাটি। এটা এখনো আছে। ভবিষ্যতে আরো মজবুত হবে। এটি শহীদ জিয়ার দল। বেগম খালেদা জিয়ার দল। তার অনুসারীরা বিবাদ করতে পারেনা। যারা দলের চেয়ে নিজেদের বড় করে তারাই বিশৃঙ্খলা আর ষড়যন্ত্র করে। তা করে লাভ নেই্ ষড়যন্ত্রকারীরা সব সময় আস্তাকুঁড়ে যায়। বিএনপির যখন সম্মেলন চলছিল তখন বাইরে ছিল উত্তেজনা। সংঘর্ষ তিনজনকে রক্তাক্ত অবস্থায় দেয়া যায়। এদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। সম্মেলন শেষে কর্মীরা হতাশা প্রকাশ করে বলেন আমরা যে প্রত্যাশা নিয়ে এসেছিলাম। অপ্রত্যাশিত ঘটনায় আশাহত হয়ে ফিরে গেলাম। আজ একই স্থানে রয়েছে বিএনপির রাজশাহী জেলা কর্মী সম্মেলন।



 

Show all comments
  • রিপন ১৬ মে, ২০১৭, ১১:৫৬ এএম says : 0
    সেটা ঠিক আছে। কিন্তু আপনাদের নেতাকর্মীরা কী করতেছে ?
    Total Reply(0) Reply
  • তানবীর ১৬ মে, ২০১৭, ৬:২৬ পিএম says : 0
    এই শনিরদশা থেকে মুক্ত হতে পারলে বিএনপির কপালে দুঃখ আছে।
    Total Reply(0) Reply
  • মানিক ১৬ মে, ২০১৭, ৬:৫০ পিএম says : 0
    বিএনপির মনে রাখা উচিত দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল অনেক ভালো।
    Total Reply(0) Reply
  • ইমরান ১৬ মে, ২০১৭, ৬:৫১ পিএম says : 1
    যাদের কারণে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে তাদেরকে বহিস্কার করা হোক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ