Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মিরে পাকিস্তানি-ভারতীয় বাহিনীর গোলাগুলি,পরস্পর দোষারোপ

নিয়ন্ত্রণ রেখায় ভুল না করতে ভারতের প্রতি হুঁশিয়ারি পাকিস্তানের

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় ও পাকিস্তানি বাহিনী ব্যাপক গোলাগুলি বিনিময় করেছে বলে প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রতিবেদনে জানা গেছে। এনডিটিভি জানিয়েছে, ভোররাতে জম্মু ও কাশ্মির রাজ্যের নওশেরা সেক্টরে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। গত রোববার রাজ্যের রাজৌরি সেক্টরের চীনগাস এলাকায় ফের ভারি গুলিবর্ষণ ও মর্টারের গোলা ছুড়েছে। ভোর সকাল থেকে ওই সীমান্তের ভারতীয় চৌকিগুলোকে লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র ও দূর পাল্লার মর্টারের গোলা ছুড়েছে পাকিস্তানি বাহিনী। ব্যাপক এ গোলাবর্ষণে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কর্তৃপক্ষ সীমান্ত এলাকার এক হাজারেও বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে। এ নিয়ে গত চারদিনে পাকিস্তানি বাহিনী তৃতীয়বারের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং গত এক বছরে ২৭১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর। অপরদিকে রোববার দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর কোনো ভুল না করার জন্য শনিবার ভারতীয় বাহিনীর প্রতি কড়া হুঁশিয়ারি জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ওই দিন নিয়ন্ত্রণ রেখা বরাবর দুপক্ষের মধ্যে ব্যাপক গোলা বিনিময় হয়েছে, এতে আজাদ জম্মু ও কাশ্মিরের (একেজে) বিভিন্ন এলাকায় অন্তত ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আটজন নারী ও দুই বছর বয়সী একটি শিশু রয়েছে। দুটি পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন ও বিনা উস্কানিতে হামলা চালানোর অভিযোগ করেছে। অপর এক খবরে বলা হয়, জম্মু-কাশ্মীরে সহিংসতা যেন কোনোভাবেই কমছে না। নিয়ন্ত্রণরেখায় দু’পক্ষের মহড়া-সংঘর্ষে হানাহানি ও প্রাণহানির ঘটনা ক্রমেই বাড়ছে। গত দুইদিনে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী শনিবার দু’পক্ষে গোলাগুলি বিনিময়ে অন্তত দু’জন বেসামরিক লোক নিহত হয়েছে। এ ছাড়া রবিবার ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উত্তরাঞ্চলের কুপওয়ারা জেলায় ফের বন্দুকযুদ্ধে দুই উগ্রবাদী (স্বাধীনতাকামী) নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর নওশেরা সেক্টরে তিন দফা সংঘর্ষ হয় ভারতীয় এবং পাকিস্তানি বাহিনীর মধ্যে। রাজৌরি সেক্টরের চিনগাস এলাকায় ফের ভারী ও মর্টারের গোলা ছুড়েছে দুই পক্ষ। এনডিটিভি, টাইমস অফ ইনডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মির


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ