Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীক্ষায় নকলে বাধা দেয়ায় সহপাঠীকে মারধর

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০০ এএম

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের ছাত্র শামনুর মোল্যা সোহানকে মারধর করেছে তারই সহপাঠী রাসেল হোসেন ও বহিরাগতরা।গতকাল দুপরে ড.ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরতর আহত সোহানকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বিভাগীয় সূত্রে জানা যায়, পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের কয়েকজন শিক্ষার্থী বেশ কয়েকদিন আগে পরীক্ষায় নকল করে। নকলের বিষয়টি অন্য শিক্ষার্থীরা শিক্ষকদের জানালেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করে না। পরে ওই সেশনের কয়েকজন শিক্ষার্থী তাদের নকলের বিষয়ে বিভাগীয় সভাপতি জনাব আলতাফ হোসেন রাসেলের সাথে কথা বলে এবং তাদের নকল করার একটি ভিডিও তার কাছে দিয়ে আসে। পরবর্তীতে আলতাফ হোসেন নকলকারী ওই শিক্ষার্থীদের বলেন তোমাদের বিরুদ্ধে পরীক্ষায় নকল করার অভিযোগ আছে। তোমরা যদি পরবর্তী পরীক্ষায় এমন কিছু করো তাহলে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরে রাসেল ও আরো কয়েকজন নকলকারী তাদের সহপাঠী সোহানের সাথে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি করে। তারই জের ধরে গতকাল সোহানকে একা পেয়ে রাসেল ও কয়েকজন বহিরাগত মারধর করতে থাকে। মারধরের এক পর্যায়ে তারা চলে গেলে সাধারণ শিক্ষার্থীরা সোহানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। এ বিষয়ে শামনুর মোল্যা সোহান বলেন,‘আমি তাদের নকলের বিষয়ে ভিডিও করাতো দুরে থাক স্যারদের সাথে কথা পর্যন্ত বলেনি।’
এবিষয়ে রাসেল হোসেন বলেন,‘ আমি রুমে ঘুমিয়ে ছিলাম। কে বা কারা তাকে মেরেছে আমি জানিনা।
নাম প্রকাশ না করা শর্তে সোহানের কয়েকজন সহপাঠি বলেন, ক্যাম্পাসে রাসেলকে কয়েকজন অপরিচিত ব্যক্তির সাথে ঘুরতে এবং কথা বলতে দেখেছি। পরবর্তীতে তারাই সোহানকে মেরেছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীক্ষা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ