Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবধান কমেনি বার্সা-রিয়ালের

মেসির ফিফটি, ‘এমএসএন’এর শতক

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : লা লিগার শিরোপা দৌড়ে কাঁধে কাঁধ মিলিয়েই এগুচ্ছে দুই চিরপ্রতিদ্ব›দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। পরশু রাতে দুই দলই নিজ নিজ খেলায় জয় পাওয়ায় পয়েন্ট তালিকায় তাদের ব্যবধানটাও আগের মতই রইল। দুদলের পয়েন্ট সমান হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে বার্সেলোনা। তবে এক ম্যাচ কম খেলায় সুবিধাজনক অবস্থানে রিয়ালই।
ন্যু ক্যাম্পে লিওনেল মেসির জোড়া গোলে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়ে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছিল লুইস এনরিকের দল। পরের ম্যাচে জিনেদিন জিদানের দল আবার ব্যবধান কমায় পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলের দল গ্রানাডাকে তাদেরই মাঠে ৪-০ গোলে হারিয়ে। ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে দুটি করে গোল করেন হামেস রদ্রিগুয়েজ ও আলভারো মোরাতা।
বিরতির ঠিক আগ মুহূর্তে ইউরোপের শীর্ষ ৫ লিগে প্রথম খেলোয়াড় হিসেবে মৌসুমের ৫০তম গোল করেন রেকর্ড ৫ বারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। এ নিয়ে পাঁচ মৌসুমে পঞ্চাশোর্ধ গোল করলেন ফুটবল জাদুকর। একইসাথে মৌসুমে ১০০ গোলের মাইলফলকও স্পর্শ করেন ‘এমএসএন’ ত্রয়ী খ্যাত মেসি-নেইমার-সুয়ারেজ। ২১তম মিনিটে মেসির বাড়ানো বল থেকে নেইমারের গোলে তখন এগিয়ে বার্সা। দ্বিতীয়ার্ধে স্কোরবোর্ডে নাম লেখান ত্রিফলার অপর তারকা লুইস সুয়ারেজও। পরে দর্শনীয় চিপ শটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলীয় চতুর্থ গোলটি করেন আর্জেন্টাইন তারকা। চলতি মৌসুমে লিগে এটি তার ৩৫তম গোল, ইউরোপের শীর্ষ ৫ লিগে যা সর্বোচ্চ। সফরকারীদের হয়ে একটি গোল শোধ দেন সাডরিক বাকাম্বু।
টনা তিন বছর একশর্ধো গোল করা তিন তারকার প্রশংসায় পঞ্চমুখ এনরিকে, ‘কয়েক বছর আগেও প্রতি দলে একজন করে তারকা ছিল। এখানে নেইমার আসার পর সমালোচনা উঠল এক দলে দুই তারকা থাকতে পারে না। এখন সেখানে তিনজন তারকা এবং তারা বিশ্বসেরা।’ নেইমারের ড্রিবলিংয়ে মুগ্ধ স্প্যানিশ কোচ বলেন, ‘ফুটবল তার কাছে একটা শিল্প।’
জয়ের প্রত্যয় নিয়ে মাঠে নামা রিয়াল চার গোল করে ৩৫ মিনিটেই। ‘রদ্রিগুয়েজ’ ও ‘মোরাতা’ নামক দুই আচমকা ঝড়ে তছনছ হয়ে যায় গ্রানাডা শিবির। শুরুর তৃতীয় ও একাদশ মিনিটে দুই গোল করে দলকে এগিয়ে নেন কলম্বিয়ান স্ট্রাইকার রদ্রিগুয়েজ। ম্যাচের বয়স অর্ধঘন্টা পেরুতেই ৫ মিনিটের ব্যবধানে আবার জোড়া গোলে ভ্যবধান দ্বিগুন করেন স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মেরাতা। সব মিলে ৯টি গোলের সুযোগ তৈরী করে রিয়াল। দ্বিতীয়ার্ধে আর গোল না হওয়ায় বড় হারের লজ্জা থেকে বেঁচে যায় স্বাগতিকরা।
কালে ভদ্রে একাদশে সুযোগ পাওয়া রদ্রিগুয়েজ প্রতিনিয়তই নিজেকে চিনিয়ে চলেছেন, গোল পাচ্ছেন নিয়মিতই। ম্যাচ শেষে তাই তার প্রতি বাড়তি কৃতজ্ঞতা প্রকাশ করেন জিদান, ‘হামেস সব সময়ই দলের জন্য নিবেদিত এবং সম্ভভ্য সেরাটা দিতেই চেষ্টা করে।’
বার্সার সামনে আর বাকি দুই ম্যাচ, রিয়ালের তিনটি। ১৪ মে লাস পালমাসের মাঠে খেলবে কাতালানরা। ২১ মে মৌসুমের শেষ ম্যাচে নিজেদের মাঠে তাদের প্রতিপক্ষ এইবার। একই তারিখে হোম ও অ্যাওয়ে ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ যথাক্রমে সেভিয়া ও মালাগা। মাঝে ১৭ মে সেল্টা ভিগোর মাঠে বাড়তি ম্যাচটি খেলবে লস বø্যাঙ্কোসরা। এর মধ্যে যে কোন একটি ম্যাচ হারলেই শিরোপা হাতছাড়া হয়ে যাবে রিয়ালের। জিদানের কাছে তাই সব ম্যাচই এখন ফাইনাল। ফরাসি কোচ বলেন, ‘আমরা নিজেদের ও জয় নিয়ে ভাবছি। আমাদের সামনে এখনো তিনটা ফাইনাল বাকি।’

একনজরে ফল
বার্সেলোনা ৪ : ১ ভিয়ারিয়াল
গ্রানাডা ০ : ৪ রিয়াল মাদ্রিদ
স্পোর্টিং গিজন ১ : ০ লাস পালমাস
অ্যাট. মাদ্রিদ ১ : ০ এইবার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিয়াল

২১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ