Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাকুতে আট ডিসিপ্লিনে বাংলাদেশ

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আজারবাইজানের রাজধানী বাকুতে ১২ মে বসছে চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমস। চলবে ২২ মে পর্যন্ত। বাংলাদেশসহ  বিশ্বের ৫৭টি মুসলিম দেশের ক্রীড়াবিদরা অংশ নিবেন এ আসরে। খেলা হবে ২১টি ডিসিপ্লিনের বিভিন্ন ইভেন্টে। যেখানে মাত্র আটটি ডিসিপ্লিনে লড়বেন বাংলাদেশের ৩০ খেলোয়াড়। ক্রীড়াবিদরা ছাড়াও ৪৯ সদস্যের বাংলাদেশ দলে আছেন নয় জন প্রশিক্ষক, চার কর্মকর্তা এবং সেফ দ্যা মিশন, চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সদস্যসহ আরো ছয়জন। বিওএ’র সদস্য ও হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ কে এম নূরুল ফজল বুলবুল গেমসে বাংলাদেশ দলের সেফ দ্যা মিশনের দায়িত্ব পালন করবেন। আর মার্চ পাস্টে বাংলাদেশ দলের পতাকা বহন করবেন সাউথ এশিয়ান (এসএ) গেমসে জোড়া স্বর্ণজয়ী নারী সাঁতারু মাহফুজা খাতুন শিলা। গৌহাটি-শিলং এসএ গেমসে জোড়া স্বর্ণ জেতার পুরস্কার হিসেবে এই সম্মান পাচ্ছেন তিনি।
ইসলামিক সলিডারিটি গেমসের খেলা শেষে পর্যায়ক্রমে ১৬ থেকে ২৪ মে ঢাকায় ফিরে আসবেন বাংলাদেশের ক্রীড়াবিদ ও কর্মকর্তারা। আসরে বাংলাদেশের অংশ নেয়া ডিসিপ্লিনগুলো হচ্ছে- শুটিং, সাঁতার, জিমন্যাষ্টিক্স, কারাতে, অ্যাথলেটিক্স, ভারোত্তোলন, কুস্তি এবং জুরখানেহ। কয়েকটি ভাগে ভাগ হয়ে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে। আজ দুই কোচ ক্ল্যাবসজন ক্রিসটেন সেন ও মারকো সফিক, কর্মকর্তা গোলাম শফিউদ্দিন খানের সঙ্গে বাকু যাচ্ছেন শুটার আবদুল্লাহ হেল বাকী, রাব্বী হাসান মুন্না, শাকিল আহমেদ, মো. আনোয়ার হোসেন, সৈয়দা অতকিয়া হাসান ও মাহফুজা জান্নাত জুঁই। একই দিন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ মোল্লার নেতৃত্বে কোরিয়ান কোচ পার্ক তে গুন এবং সাঁতারু জুয়েল আহম্মেদ, আরিফুল ইসলাম, মাহফুজা খাতুন, নাজমা খাতুন, রোমানা আক্তার ও নাঈমা আক্তার ঢাকা ছাড়বেন। আগামীকাল কারাতে ও ভারোত্তোলন দল ঢাকা ছাড়বে। কারাতে দলে কারাতেকা মো. আল আমিন ইসলাম ও মাউন জেরা বর্না ছাড়াও থাকছেন কোচ আলী আহসান বাদল। আর ভারোত্তোলন দলের সঙ্গে যাচ্ছেন কোচ শাহরিয়া সুলতানা সূচী এবং ভারোত্তোলক মাবিয়া আক্তার সিমান্ত ও ফুলপতি চাকমা।
চার সদস্যের অ্যাথলেটিক্স দলের দু’জন যাচ্ছেন বাংলাদেশ থেকে। আগামী শনিবার কোচ ফরিদ খান চৌধুরী ও অ্যাথলেট আবদুর রউফ ঢাকা থেকে রওয়ানা হবেন। পরদিন আমেরিকা থেকে সরাসরি বাকুতে যাবেন প্রবাসী অ্যাথলেট আলিদা শিকদার ও তার বাবা মোমেন উদ্দিন শিকদার। ১৪ মে কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমানের সঙ্গে যাচ্ছেন কুস্তিগীর মেহেদী হাসান, বিল্লাল হোসেন, রিনা আক্তার ও শিরিন সুলতানা। সর্বশেষ ১৮ মে জুরখানেহ ইভেন্টে কুস্তিগীর দীপু রায়, শরৎ চন্দ্র রায়, সৃজন দাস, মগনু মারমা, আবদুর রশিদ হাওলাদার, সিরাজুল ইসলাম, মোহাম্মদ আলী আমজাদ ও রঞ্জু আহমেদের সঙ্গে যাচ্ছেন কোচ আশরাফ আলী ও কর্মকর্তা মেজবাহ উদ্দিন আজাদ। তবে সবার আগে ২৫ এপ্রিল বাকুতে পৌঁছেছে বাংলাদেশ  জিমন্যাস্টিকস দল। বাকুর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই জিমন্যাস্ট সাদ্দাম হোসেন ও কোচ নজরুল ইসলাম চলে গেছেন বলে জানা গেছে।
এই গেমসকে সামনে রেখে গত ১০ জানুয়ারি আটটি ডিসিপ্লিনে প্রস্তুতি শুরু করে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয়  স্টেডিয়ামে অ্যাথলেটিক্স, মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে  সাঁতার, গুলশানস্থ শুটিং কমপ্লেক্সে শুটিং এবং বর্ডার গার্ড বাংলাদেশ ও জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে কুস্তি ও জুরখানেহর অুশীলন চলে। বাকি ডিসিপ্লিনের অনুশীলন হয় বনানীস্থ আর্মি স্টেডিয়ামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ