Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চলচ্চিত্রের স্বার্থে কাজ করবেন মিশা-জায়েদ খান

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: নির্বাচিত হওয়ার পর গতকাল সকালে এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের বাইরে নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সভাপতি মিশা সওদাগর। তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের পক্ষে কাজ করব। নির্বাচনের আগে ইশতিহারে যা বলেছি, তার প্রত্যেকটি বিষয় পূরণের চেষ্টা করব। আজ থেকে যৌথ প্রযোজনার যত অনিয়ম আছে সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াব। বাংলাদেশের শিল্পী ও কলাকুশলীরা যেন সমান সুযোগ পায় যৌথ প্রযোজনার সিনেমায়, সেই চেষ্টা করব। চলচ্চিত্র থেকে দুর্নীতি দূর করব। সাধারণ স¤পাদক জায়েদ খান বলেন, আমার এই পদ কখনো চলচ্চিত্রের স্বার্থের বিপক্ষে যাবে না। ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করব না। সিনিয়র আর্টিস্টদের নিয়ে আমরা একটি উপদেষ্টা কমিটি গঠন করব। আমাদের ভুল হলে এই উপদেষ্টা কমিটি তারবিচার করবে। কমিটিতে রাজ্জাক, সোহেল রানা, আলমগীর, ফারুক, ইলিয়াস কাঞ্চনের মতো সিনিয়র শিল্পীরা থাকবেন। আমরা কেউই বিচারের উর্ধ্বে নই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ