Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভোট দিতে এসে মোবাইল খোয়ালেন কবরী ও শাকিল খান

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: শিল্পী সমিতির নির্বাচনে বিকেল ৪টার দিকে ভোট দিতে আসেন বিশিষ্ট চলচ্চিত্রাভিনেত্রী ও নির্মাতা কবরী। ভোট প্রদান শেষে কবরী তার নিজস্ব মোবাইলটি হারিয়ে ফেলেন। ভোট দিতে এসে মোবাইল হারান চিত্রনায়ক শাকিল খানও। মোবাইল হারিয়ে ভীষণ বিব্রত অবস্থায় পড়েন কবরী। ভোট প্রদান করে বেরিয়ে যাওয়ার সময় কবরী বলেন, খুব খারাপ লাগছে। কারণ আমার নিজস্ব ফোনটি হারিয়ে গেছে। ফোনে অনেক জরুরি নম্বর ছিল। তিনি বলেন, এফডিসিতে প্রবেশের পর ভোট দেই। বেরিয়ে ধাক্কাধাক্কিতে আমার হাত থেকেই ফোনটি হারায়। অতিরিক্ত বহিরাগত মানুষদের জন্যই এমনটা হয়েছে। কবরী বলেন, ভবিষ্যতে এমন অবস্থায় যাতে না পড়তে হয় সেজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এই নির্বাচনে কবরী সমর্থন জানিয়েছেন মিশা-জায়েদ খানকে প্যানেলকে। শাকিল খান বলেন, অনেকদিন পর আমি এফিডিসিতে আসলাম। কিন্তু হঠাৎ পকেট থেকে ফোন খোয়া যাওয়ায় বিপাকে পড়েছি। এটা অনাকাঙ্খিত ছিল। উল্লেখ্য, আরও বেশ কয়েকজন এফডিসিতে মোবাইল হারান। অনেকে বলছেন, বহিরাগতদের কেউ কেউ মোবাইল হাতিয়ে নিতে পারেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ