Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্ষপথে মোহামেডান-আবাহনী : হারের বৃত্তে ভিক্টোরিয়া

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রধম তিন রাউন্ডে দলগুলোর জয় নিশ্চিত হচ্ছিলো জাতীয় দলের তারকাদের ব্যাটিং আর বোলিংয়ে। তাদের দ্যুতির আড়ালে অনেকটাই যেন ঢাকা পড়ে গিয়েছিল চুক্তির বাইরে থাকা ক্রিকেটার এবং নবাগতদের পারফরম্যান্স। মুশফিক, তামীম, মাশরাফিরা বিদায় নিতেই যেন একে একে জ্বলে ওঠা শুরু করলেন রাজ্জাক, শুভাগত, আল-আমিন, নাফীসরা। দলের জয়েও থাকছে তাদের অবদান। এই যেমন একদিন বিরতি দিয়ে মাঠে গড়ানো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল আলো ছড়িয়েছেন শুভাগত, পিনাক, সাদমান, সাজেদুল, সাদমানরা। অনুমিতভাবেই জিতেছে তাদের দল আবাহনী, মোহামেডান এমনকি রূপগঞ্জও। তবে এখনও ভাগ্য সুপ্রসন্ন হয়নি ভিক্টোরিয়ার।
হারের চক্র থেকে যেন বের হতে পারছে না ঢাকার ক্লাব ক্রিকেটের অন্যতম বড় দল ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব। তরুণ পিনাক ঘোষের অর্ধশতকের ওপর ভর করে তাদের সহজেই ৬ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মোহামেডানের কাছে আগের ম্যাচে হারের পর নেতৃত্ব খুইয়েছেন মোশাররফ হোসেন। নতুন অধিনায়ক নাঈম ইসলাম মাঠ ছেড়েছেন দলকে জিতিয়ে, অপরাজিত ছিলেন ২৯ রানে। বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ৩ বলে ১৫৫ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া। আগের ম্যাচে মোহামেডানকে ১৩৫ রানে বেধে রেখেও ৫১ রানে হেরেছিল রূপগঞ্জ। তেমন কিছুর আশায় নয় জন বোলার ব্যবহার করেছিলেন ভিক্টোরিয়ার অধিনায়ক। তরুণ পিনাকের দারুণ ইনিংসে সফল হয়নি সেই প্রচেষ্টা। ৪৫ ওভার ৩ বলেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ। লিগে ৭ ম্যাচে ভিক্টোরিয়ার এটি টানা সপ্তম হার। অন্য দিকে রূপগঞ্জের চতুর্থ জয়।
একই দিন চারিথ আসালঙ্কা, সাজেদুল ইসলামের দারুণ বোলিংয়ে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে লক্ষ্য হাতের নাগালেই পেয়েছিল মোহামেডান। বাকিটুকু সেরেছেন অভিষেক মিত্র, রকিবুল হাসানরা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২২৮ রান করে দোলেশ্বর। জবাবে ১৪ বল অব্যবহৃত রেখে ৪ উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছায় মোহামেডান। ৬ উইকেটের জয়ে চার নম্বরে উঠে এসেছে মোহামেডান। পঞ্চম জয় পাওয়া দলটি রান রেটে আবাহনী ও প্রাইম ব্যাংকের পিছনে পড়েছে। অন্য দিকে সাত ম্যাচে তৃতীয় হারের স্বাদ পেয়েছে দোলেশ্বর।
এদিকে, ক্যারিয়ারের প্রথম শতক পেয়েছেন সাদমান ইসলাম, প্রথমবারের মতো পাঁচ উইকেট পেয়েছেন শুভাগত হোম চৌধুরী। দুই জনের নৈপুণ্যে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী। বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে চার বল বাকি থাকতে ৩০৫ রানে অলআউট হয়ে যায় আবাহনী। জবাবে ৪৪ ওভার ৫ বলে ১৯৮ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। ১০৭ রানের জয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পয়েন্ট তালিকায় আপাতত দুই নম্বরে উঠে এসেছে শিরোপাধারী আবাহনী। ৭ ম্যাচে পঞ্চম জয় পেয়েছে দলটি। টানা দ্বিতীয় ম্যাচ হেরে রান রেটে পিছিয়ে তিন নম্বরে নেমেছে প্রাইম ব্যাংক।



স ং ক্ষি প্ত স্কো র
ভিক্টোরিয়া-রূপগঞ্জ
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব : ৪৫.৩ ওভারে ১৫৫ (রুবেল ২৮, ফারুক ১৪, সনেট ১, উত্তম ৩৫, মোহাইমিনুল ৪, মইনুল ২১, মনির ১৬, মুস্তাকিম ২২, মাহবুবুল ৬*; মোশাররফ ২/৩৬, শরীফ ২/৪৪, মাহমুদুল ১/১৫, রাসেল ১/৩০, রাজা ৩/১৩)।
লিজেন্ডস অব রূপগঞ্জ : ৪৫.৩ ওভারে ১৫৬/৪ (জয়রাজ ১২, পিনাক ৬২, মাহমুদুল ১৩, মোশাররফ ২১, নাঈম ২৯*, রাজা ৯*; আরাফাত সানি জুনিয়র ১/১৬, মনির ১/৩১, মুস্তাকিম ১/৩১, রুবেল ১/১৭)।
ফল : রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : পিনাক ঘোষ (রূপগঞ্জ)।

মোহামেডান-দোলেশ্বর
প্রাইম দোলেশ্বর : ৫০ ওভারে ২২৮/৯ (ইমতিয়াজ ৮, মজিদ ৫০, শাহরিয়ার ১৮, মার্শাল ৪, জাকের ৪০, শরিফউল্লাহ ২৪, ডি রেজা ৪৬, হাবিবুর ৩১*, সানি ১; রাব্বি ১/৬৯, তাইজুল ১/৪৪, সাজেদুল ৩/৩০, আসালঙ্কা ৩/২৯)।
মোহামেডান : ৪৭.৪ ওভারে ২৩২/৪ (অভিষেক ৯৫, রনি ২৬, শামসুর ২১, আসালঙ্কা ৪, রকিবুল ৪৯*, নাজমুল ২৬*; রেজা ০/৩৭, হাবিবুর ০/২৩, সানি ১/৬০, খালেদ ০/১৬, শরিফউল্লাহ ০/৪৯, ইমতিয়াজ ১/৭)।
ফল : মোহামেডান ৬ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : অভিষেক মিত্র (মোহামেডান)।

আবাহনী-প্রাইম ব্যাংক
আবাহনী লিমিটেড : ৪৯.২ ওভারে ৩০৫ (লিটন ৬৫, সাদমান ১০৩, সাইফ ৫১, নাজমুল ২২, মিঠুন ৬, শুভাগত ২৩, আফিফ ১৪, মানান ৯, সাইফউদ্দিন ১, অনিক ৫, সাকলাইন ২; আরিফুল ৩/৫৮, নাহিদ ১/৬৪, আল আমিন ৩/৪৭, সালমান ২/৩৮)।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : ৪৪.৫ ওভারে ১৯৮ (মারুফ ৩১, শানাজ ২৫, আল আমিন জুনিয়র ৩১, আসিফ ৭, তাইবুর ৪, সালমান ৬১, আরিফুল ১৮, নাহিদ ১২; মানান ২/৪১, সাইফউদ্দিন ১/৪১, শুভাগত ৫/৪৭, অনিক ১/২৫, সাকলাইন ১/২৮)।
ফল : আবাহনী ১০৭ রানে জয়ী।
ম্যাচ সেরা : সাদমান ইসলাম (আবাহনী)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোহামেডান

৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ