Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ ফাইনালে ঢাকার প্রতিপক্ষ বিকেএসপি

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ওয়ালটন অনুর্ধ্ব-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ঢাকা জেলার প্রতিপক্ষ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বিকাল চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ফাইনালকে সামনে রেখে গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনের সভাকক্ষে ম্যাচপুর্ব সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা ও বিকেএসপির কোচ এবং অধিনায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি এবং সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
বিকেএসপির কোচ পরিতোষ দেওয়ান ফাইনাল নিয়ে বেশ আশাবাদি। তার বিশ্বাস করেন তার দল শিরোপা জিতবে। পরিতোষ বলেন, ‘আমরা শিরোপা জিততেই ফাইনালে এসেছি। আমাদের প্রস্তুতিও ভালো। আশাকরি চ্যাম্পিয়ন হয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে ছেলেরা।’ কোচের সুরে সুর মেলালেন অধিনায়ক স্বপন কুমার। নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আসরটিকে স্মরনীয় করে রাখতে চান তিনি। স্বপন বলেন, ‘এটাই আমার ফুটবল ক্যারিয়ারের এখনো পর্যন্ত সবচেয়ে বড় টুর্নামেন্ট। যেখানে আমি দলকে নেতৃত্ব দেবার সুযোগ পেয়েছি। প্রতিপক্ষ ঢাকা বেশ শক্তিশালী দল হলেও ফাইনালে আমরা জয় ছাড়া কিছুই ভাবছি না। নিজেদের সেরাটা মাঠে ঢেলে দিয়ে জয় তুলে নিতে চাই।’
আসরের প্রাথমিক পর্বে এই বিকেএসপির কাছে ৪-২ গোলে হেরেছিলো ঢাকা জেলা। তবে বয়সের জটিলতায় ইতোমধ্যে ৯ জন খেলোয়াড়কে দল থেকে বাদ দিতে হয়েছে তাদের। তারপরও সেরা নৈপুন্য দেখিয়ে ফাইনালে উঠে আসে ঢাকা। আর তাই দলের কোচ আবুল হোসেন ও অধিনায়ক রাকিবুল ইসলামের মনোবল বেশ চাঙ্গা। তাদেরও লক্ষ্য শিরোপা জয় করা। কোচ আবুল বলেন,‘ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই আমরা জয় নিশ্চিত করতে চাই। খেলোয়াড়দের মধ্যে কোন ইনজুরি সমস্যা না থাকায় পুর্নাঙ্গ শক্তি দিয়েই আমার দল শক্তিশালী বিকেএসপির মুখোমুখী হচ্ছে। আমি আশাবাদি ছেলেরা নিরাশ করবে না।’
অধিনায়ক রাকিবুলের কথা, ‘দল হিসেবে বিকেএসপি যথেষ্ঠ শক্তিশালী। তবে অতীতকে ভুলে আমরা শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। এ জন্য আমারা সামর্থ্যের পুরোটাই কাজে লাগাতে চেস্টা করব। এবং জয় তুলে নেব।’
ফাইনাল ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার এমপি। এসময় বাফুফে ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফি ছাড়াও প্রাইজমানি হিসেবে দেয়া হবে নগদ এক লাখ টাকা। রানার্স আপ দল পাবে ৫০ হাজার টাকা। এ আসরে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান সহ মোট ৬৪টি জেলা দল অংশগ্রহন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিকেএসপি

১০ ডিসেম্বর, ২০২১
৩০ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ