Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিকেএসপি’র শ্রেষ্ঠত্বে শেষ যুব আরচ্যারি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শ্রেষ্ঠত্বে শেষ হলো তীর দ্বিতীয় জাতীয় যুব আরচ্যারি প্রতিযোগিতা। গতকাল টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে টুর্নামেন্টের শেষ দিনে সাতটি স্বর্ণ, চারটি রৌপ্য ও ছয়টি ব্রোঞ্জ নিয়ে শীর্ষস্থানে থেকেই আসর শেষ করলো বিকেএসপি। পাঁচটি করে স্বর্ণ ও রুপা এবং দু’টি ব্রোঞ্জ নিয়ে তীরন্দাজ সংসদ দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়া একটি করে স্বর্ণ ও রুপা জিতেছে কোয়ান্টাম স্পোর্টিয়াম। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিটি গ্রুপের নির্বাহী পরিচালক শোয়েব মো: আসাদুজ্জামান। এ সময় আরচ্যারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মো: মইনুল ইসলাম, সহ-সভাপতি মাহফুজুর রহমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিকেএসপি

১০ ডিসেম্বর, ২০২১
৩০ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ