Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইয়ুথ শুটিংয়ের সেরা বিকেএসপি

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : হামিদুর রহমান ইয়ুথ শুটিং চ্যাম্পিয়নশিপে সেরার খেতাব জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। আসরে তিন স্বর্ণপদক জিতেছে তারা। অন্য দিকে এক স্বর্ণ জিতে রানার্সআপ হয়েছে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব। গুলশান শুটিং রেঞ্জে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে ১৮১ স্কোর করে বিকেএসপির পিয়াস হোসেন স্বর্ণ, আর্মির রহিম মিয়া রুপা (১৮০) এবং পাবনা রাইফেল ক্লাবের কাওসার ইসলাম সৌরভ (১৫৯) ব্রোঞ্জ পদক জেতেন। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে বিকেএসপির নিলুফা ইয়াসমিন (১৭৯) স্বর্ণ, একই দলের তুরিং দেওয়ান (১৭৮) রৌপ্য এবং সেনাবাহিনীর মারজাহান আক্তার লাইজু (১৫৫) ব্রোঞ্জ পদক জেতেন। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ১৯৬.৯ স্কোর করে স্বর্ণ জিতেছেন বিকেএসপির জুই চাকমা । এ ইভেন্টে গুলশান শুটিং ক্লাবের আমিরা হামিদ (১৯৫.৬) রুপা এবং সেনাবাহিনীর মায়েদা মমতাহিনা (১৭৭) ব্রোঞ্জ জয় করেন। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের স্বর্ণপদক জিতে নেয় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব। তাদের কৃতি শুটার রবিউল ইসলাম ২০৫.৫ স্কোর করে স্বর্ণ, বিকেএসপির আবু সুফিয়ান (২০৩.২) রুপা এবং অরনব সারার লাদিফ ব্রোঞ্জ পদক পান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিকেএসপি

১০ ডিসেম্বর, ২০২১
৩০ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ