Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌবাহিনীর রেকর্ড গোলে জয়

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আগের ম্যাচে গাজীপুর জেলাকে ৩১-০ গোলে হারিয়েছিলো বাংলাদেশ নৌবাহিনী। এটিএন বাংলা গোল্ডকাপ জাতীয় হকি প্রতিযোগিতায় এবার রেকর্ড গোলে নড়াইলকে বিধ্বস্ত করলো তারা। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ফজলে হোসেন রাব্বি, রোমান সরকার ও ইমরান হাসান পিন্টুর হ্যাটট্রিকের সুবাদে নৌবাহিনী ৪৩-০ গোলে হারায় নড়াইলকে। রাব্বি হ্যাটট্রিকসহ ৫, রোমান হ্যাটট্টিকসহ ৪ এবং পিন্টু হ্যাটট্টিকসহ ৩ গোল করেন। এছাড়া দ্বীন ইসলাম ইমন নয়টি, কৃষ্ণ কুমার সাতটি, রিমন কুমার পাঁচটি ও মামুনুর রহমান চয়ন, আশরাফুল ইসলাম ও কামরুজ্জামান রানা তিনটি করে এবং রাসেল মাহমুদ জিমি একটি গোল করেন। জাতীয় হকিতে কোন দলের এটাই সর্বোচ্চ গোলে জয়ের রেকর্ড। একই ভেন্যুতে দিনের অন্য ম্যাচগুলোতে পটুয়াখালী ২-১ গোলে রাজশাহীকে, গাজীপুর ৬-১ গোলে মেহেরপুরকে এবং বিমানবাহিনী ২৭-০ গোলে হারায় খুলনাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌবাহিনী

১৯ আগস্ট, ২০২২
১৭ জানুয়ারি, ২০২২
১৩ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ