নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বঙ্গবন্ধু ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে চারদিন ব্যাপী প্রতিযোগিতা শেষে ৩৩টি স্বর্ণ, ২৫ রৌপ্য ও ১৪টি ব্রোঞ্জসহ মোট ৭২টি পদক জিতে সেরার খেতাব জিতে নেয় তারা। ৯ সোনা, ১৩ রুপা ও ১৭টি ব্রোঞ্জসহ ৩৯ পদক পেয়ে রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনী এবং ১ স্বর্ণ, ৫ রৌপ্য ও ১০টি ব্রোঞ্জসহ ১৬টি পদক জিতে তৃতীয় স্থান পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। শুক্রবার শেষ দিনে আরও তিনটি নতুন জাতীয় রেকর্ড হয়। ফলে চার দিনের আসরে মোট ১৯টি নতুন জাতীয় রেকর্ড হয়।
এবারের জাতীয় সাঁতারের পুরুষ বিভাগে সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ তিনটি স্বর্ণ ও চারটি রুপা জয়সহ তিনটি নূতন জাতীয় রেকর্ড গড়ে সেরা সাঁতারু নির্বাচিত হন। নারী বিভাগে নৌবাহিনীর সোনিয়া খাতুন ও সোনিয়া আক্তার পাঁচটি করে স্বর্ণ ও তিনটি করে রৌপ্য এবং একটি করে ইভেন্টে নূতন জাতীয় রেকর্ড গড়ে যৌথভাবে সেরা সাঁতারু নির্বাচিত হন। প্রতিযোগিতা শেষে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। এসময় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। পুরস্কার বিতরণ শেষে এডমিরাল এম শাহীন ইকবাল বলেন,‘অচল স্কোরবোর্ড খুব দ্রুত সচলের চেষ্টা করছি আমরা।’
ফেডারেশনের সহ-সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর নিজেই একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। নষ্ট স্কোর বোর্ড সচল প্রসঙ্গে তিনি বলেন,‘ইলেক্ট্রোনিক স্কোর বোর্ড সচল করার প্রক্রিয়ায় মেকানিক্যাল বিষয়ে কোন সহায়তা লাগলে আমার পক্ষ থেকে দেওয়া সম্ভব হবে।’ যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন বলেন, ‘ইলেক্ট্রোনিক স্কোরবোর্ডের সমস্যার বিষয়টি আমি আজই জানলাম। সামনেই আন্তর্জাতিক গেমস রয়েছে। আশাকরি ১৫ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।