Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুভেন্টাসের হোঁচট

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আদতে তিনি জুভেন্টাসের খেলোয়াড়। কিন্তু একাদশে সুযোগ মেলে না। তাই একবারে অলস সময় না কাটিয়ে গত আগস্টে ধারে খেলা শুরু করেন আটলাণ্টার হয়ে। অথচ আটলান্টার বিপক্ষে সেই লিওনার্দো স্পিনাজ্জোলার গোলে হার এড়ালো জুভেন্টাস! তবে লিওনার্দোর গোলটি ছিল আত্মঘাতি। ফ্রি-কিক থেকে ভেসে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে হেডারের মাধ্যমে বল নিজেদের জালে পাঠিয়ে দেন ২৪ বছর বয়সী মিডফিল্ডার। তবে এটা ছিল নাটকীয়তার শুরু। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে পাওয়া এই গোলে সমতায় ফেরে জুভারা। নিজেদের মাঠে শুরু থেকেই জুভেন্টাসকে চেপে ধরা গোলও পেয়ে যায় বিরতির ঠিক আগ মুহূর্তে। ড্রয়ের দিকে এগুতে থাকা ম্যাচে একসময় লিড নেয় দিবালা-হিগুয়েইনরা। কিন্তু ৮৩তম মিনিটে দানি আলভেসের হেডারে জয়ের স্বপ্ন দেখতে থাকে সেরি আ চ্যাম্পিয়নরা। কিন্তু ৮৯তম মিনিটে রেমো ফ্রিউলারের গোলে সেই স্বপ্ন ভেস্তে যায়, ম্যাচ ড্র হয় ২-২ গোলে। সেরি আতে নিজের ৩০০তম ম্যাচটিও তাই স্মরণীয় করে রাখা হলো না জর্জিও কিয়েল্লিনির।
জুভেন্টাসের সামনে বাকি মাত্র চার ম্যাচ। দ্বিতীয় স্থানে থাকা রোমার চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জুভেন্টাস


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ