Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার জুভেন্টাসের বিদায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২২, ১২:১০ এএম

প্রায়শ্চিত্ত বুঝি একেই বলে! প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের মধ্যে ‘হ্যান্ডবল’ এর অপরাধ করে বসেন। পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়েও পড়ে দল। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই চেলসি সেই গোল শোধ করতে পেরেছে জর্জিনিও-র দারুণ প্রায়শ্চিত্তের সুবাদে। যোগ করা সময়ের অন্তিম মুহূর্তে তার ডিফেন্সচেরা পাস থেকে ক্রিস্টিয়ান পুলিসিচের গোলে স্বস্তি ফিরেছে চেলসি শিবিরে। রাজনৈতিক কারণে মাঠের বাইরে চাপে থাকলেও লিলের মাঠে ঠিকই চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে রোমান আব্রামোভিচের ক্লাব। বিরতির পর চেলসি অধিনায়ক সিজার আজপিলিকুয়েতাও গোল করেন। শেষ ষোলো ফিরতি লেগের এ ম্যাচ ২-১ গোলে জিতেছে টমাস টুখেলের দল। স্টামফোর্ড ব্রিজে প্রথম লেগ ২-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের বড় জয়ে শেষ আটে উঠল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে ৪-৪-২ ছকে লিল ‘আক্রমণাত্বক ফুটবল খেলবে’ আন্দাজ করেছিলেন চেলসি কোচ টুখেল। ফরাসি ক্লাবটির শুরুটাও ছিল তেমনই। ম্যাচের ৩৬ মিনিটের মধ্যে বেশ ভালো তিনটি আক্রমণ করেন বুরাক ইলমাজ-জোনাথন ডেভিডরা। চেলসি এর মধ্যে লিলের গোলপোস্ট তাক করে একটি শটও নিতে পারেনি। ৩৮ মিনিটে বক্সের মধ্যে আক্রমণ ঠেকাতে গিয়ে বল হাতে লাগান জর্জিনিও। মাঠের রেফারি তা ধরতে পারেননি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) খেলা থামানোর পর রিপ্লে দেখে পেনাল্টি দেওয়া হয়। স্পটকিকে চেলসি গোলকিপার এদুয়ার্দো মেন্দিকে অনায়াসে ফাঁকি দিয়ে গোল করতে অসুবিধা হয়নি ইলমাজের। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি বয়সে পেনাল্টি থেকে গোলের রেকর্ড গড়েন ৩৬ বছর ২৪৪ দিন বয়সী তুর্কি স্ট্রাইকার।
গোল হজম করে গা ঝাড়া দিয়ে ওঠেন কাই হাভার্টজ-মার্কোস আলোনসোরা। মাঝমাঠে একটু নিচে খেলা জর্জিনিও একটু ওপরে উঠে আসেন। যোগ করা সময়ের ৩ মিনিটের মাথায় ইতালিয়ান মিডফিল্ডারের থ্রু পাস ধরে দারুণ ফিনিশিংয়ে দুরের পোস্টে গোল করেন পুলিসিচ। ১-১ গোলের সমতায় বিরতিতে যায় চেলসি। দুই লেগ মিলিয়ে অবশ্য তখনো দুই গোল ব্যবধানে এগিয়ে টুখেলের দল।
বিরতির পর আক্রমণে ধার বাড়ায় লিল। ৬৩ মিনিটে ডান প্রান্ত থেকে ইলমাজের ক্রসে হেড করে বল পোস্টে মারেন লিল মিডফিল্ডার জেকা। তখন ভাগ্য সহায় হলে হয়তো খেলায় ফিরতে পারত লিল। ৭১ মিনিটে বাঁ প্রান্তে ম্যাসন মাউন্টের ক্রস থেকে আজপিলিকুয়েতার গোলে সে সুযোগটুকও মিলিয়ে যায় স্বাগতিকদের।
এদিকে, তুরিনে শেষ ষোলোর ফিরতি লেগের অপর ম্যাচে ধাক্কা খেয়েছে জুভেন্টাস। ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ফিরতি লেগ ৩-০ গোলে অবিশ্বাস্যভাবে হেরে বসেছে মাসিমিলিয়ানো আলেগ্রির দল। স্প্যানিশ ক্লাবটির মাঠে প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ভিয়ারিয়াল। শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো জুভেন্টাসকে।
এর মধ্য দিয়ে চ‚ড়ান্ত হলো চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের আট দল। তাদের আগেই শেষ আটের টিকেট নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও বেনফিকা। সুইজারল্যান্ডের নিওনে কাল ড্র অনুষ্ঠিত হবে। ইংল্যান্ড থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে তিনটি ক্লাব। ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি। স্পেন থেকেও তিনটি ক্লাব নাম লিখিয়েছে কোয়ার্টার ফাইনালে। ভিয়ারিয়াল, রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। পর্তুগাল থেকে বেনফিকা ও জার্মানি থেকে উঠেছে বায়ার্ন মিউনিখ।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুটি দেশ থেকে ন্য‚নতম তিনটি করে দল এর আগে সর্বশেষ দেখা গিয়েছে ২০০৩ সালে। ১৯ বছর পর এবার ফিরল সেই নজির। ২০০২-০৩ মৌসুমে ইতালি থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ইন্টার মিলান, এসি মিলান ও জুভেন্টাস। স্পেন থেকে উঠেছিল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জুভেন্টাস


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ