Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাম কমে যাওয়ায় ডিম ভেঙে প্রতিবাদ জানাল খামারিরা

প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:১৪ এএম, ৩০ এপ্রিল, ২০১৭

রাজশাহী ব্যুরো : রাজশাহীতে ডিমের দাম কমতে কমতে প্রতিহালি ২০ টাকার নিচে এসে দাঁড়িয়েছে। আর একহালি ডিম উৎপাদন করতে খামারিদের খরচ হচ্ছে ২২ টাকা। অস্বাভাবিকভাবে দাম কমে যাওয়ার কারণে লোকসানে পড়েছে খামারিরা। তাই গতকাল সকালে নগরীর মতিহার থানার মোসলেমের মোড়ে মহাসড়কে প্রতিবাদ জানিয়ে ডিম ভেঙে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন রাজশাহীর পোল্ট্রি খামারিরা।
রাজশাহী পোলট্রি ডিস্ট্রিবিউশন অ্যাসোয়িশেনের (আরপিডিএ) ব্যানারে এ কর্মসূচিতে জেলার বিভিন্ন স্থানের খামারিরা অংশ নেন। এ সময় তারা মহাসড়কে বিপুল পরিমাণ ডিম ভেঙে প্রতিবাদ জানান। তাদের দাবি, মুরগির বাচ্চা, খাবার ও ওষুধের দাম কমিয়ে ডিমের উৎপাদন খরচ সহনীয় পর্যায়ে রাখতে হবে। বিক্ষোভ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন আরপিডিএর সভাপতি নূরুল ইসলাম। সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজার পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা বেলাল উদ্দিন, রহমত আলী, মোহাম্মদ আলী, রাকিব উদ্দিন, কোষাধ্যক্ষ কামাল হোসেন প্রমুখ।
খামারিরা বলেন, শুধু জেলার পবা উপজেলার হরিয়ান ইউনিয়নেই দেড় হাজার মুরগি খামার রয়েছে। তিন হাজার শ্রমিক কাজ করছেন খামারে। এলাকায় ৬০ জন মুরগির খাবার এবং ওষুধের ডিলারও আছেন। ডিমের উৎপাদন হচ্ছে প্রতিদিন আড়াই লাখ। কিন্তু প্রতিনিয়ত মুরগির বাচ্চা, খাবার ও ওষুধের দাম বৃদ্ধি পেলেও ডিমের দাম বৃদ্ধি না পাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তারা বলেন, একটি ডিম উৎপাদনে খামারিদের খরচ পড়ছে পাঁচ টাকা ৫০ পয়সা। আর একটি ডিমের পাইকারি মূল্য চার টাকা ৩০ পয়সা। এতে লোকসানের শিকার হচ্ছেন রাজশাহীর খামারিরা। ব্যাংক ঋণ পরিশোধ করতে না পারায় বাড়ছে তাদের সুদের বোঝা। মানববন্ধন শেষে তারা মহাসড়ক অবরোধ করে প্রায় পাঁচ হাজার ডিম ভেঙে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় প্রায় ১৫ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। কজন খামারি জানান, আমরাও চাই কম দামে মানুষ ডিম খাবে। কিন্তু সেজন্য মুরিগর বাচ্চা খাবার ও ওষুধের দাম কমাতে হবে। তাহলেই কমদামে ডিম বিক্রি করলেও খামারিদের লোকসানের মুখে পড়তে হবে না।



 

Show all comments
  • Fahad ৩০ এপ্রিল, ২০১৭, ১২:৩১ পিএম says : 0
    sob kisu te akta balance dorker
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিম

১৪ অক্টোবর, ২০২২
১০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ