Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাসাইলে বিদ্যুৎ স্পৃষ্টে দু’জনের মৃত্যু

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বাসাইল উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎ স্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সোনালীয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হযরত আলী (৭০) সোনালীয়া গ্রামের মৃত ঝুমুর আলীর ছেলে। অপর জন একই গ্রামের মৃত আনছের আলীর ছেলে আলতু মিয়া (৫০)।
জানা যায়, উপজেলার ছয়শ গ্রামের ওপর দিয়ে পিডিবি’র বিদ্যুৎ লাইন ছিল। একই সাথে স্যাটেলাইটের ক্যাবলও ছিল। শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে ছয়শ’ মৌজার নিজ জমিতে ডেরস তুলতে যায় হযরত আলী। এসময় জমির ওপর পরে থাকা স্যাটেলাইট তারের সাথে বিদ্যুৎ লাইনের সংযোগ থাকায় হযরত আলী বিদ্যুতে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এদিকে হযরত আলীকে বাঁচাতে পাশে থাকা আলতু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হওয়া হযরত আলীকে উদ্ধার করতে গেলে আলতু মিয়াও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। হযরত আলীর স্ত্রী শহর ভানু ও আলতু মিয়ার স্ত্রী হেলেনা বেগম উভয়ের মৃত্যুর কথা নিশ্চিৎ করেছেন। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, এ ধরনে তথ্য এখনও আমার কাছে আসেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাসাইল

৩ অক্টোবর, ২০১৬
১১ ফেব্রুয়ারি, ২০১৬
১০ ফেব্রুয়ারি, ২০১৬
২ ফেব্রুয়ারি, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ