Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ মুহূর্তে জমে উঠেছে কেনাকাটা বাসাইলে প্রবাসী ঘরণীদের রাজত্ব

প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বাসাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা

ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাসাইলে জমে উঠেছে ঈদবাজার। সকাল থেকে গভীর রাত অবধি চলছে বেচাকেনার ধুম। বাসাইলের কোটিপতি মার্কেট, এসআর শপিংমল, চারুবাগ সুপার মার্কেট, নব্বেছ চাঁন পাগলের চাঁদ শহর মার্কেট, শান্তি কমপ্লেক্সসহ ফুটপাত পর্যন্ত প্রতিটি দোকানে লক্ষ্য করা যাচ্ছে ক্রেতাদের উপচেপড়া ভিড়। বাসাইলের শপিংমলগুলোতে ঈদবাজারের নানা পণ্যের সমাহার তৈরি করা হয়েছে। কেনাকাটা সারতে কিশোর-কিশোরীসহ প্রবাসীর স্ত্রীরা ব্যস্ত সময় পার করছেন। এবার ঈদে তরুণীরা ঝুঁকছে ভারতীয় বেশকিছু আইটেমের দিকে। বাজিরাও মাস্তানী, গাউন, শেরওয়ানী, আনারকলি, লেহেঙ্গা, রশমি, নির্জ্ব, পাখি, জিসান, ফিওনা, দুপাট্টা, তুমি আসবে বলে, পাকিস্তানি কোটি, কিরণমালা, পাতাবালি তরুণীদেরকে আকৃষ্ট করেছে। তবে গত বছরের তুলনায় এবার কিরণমালা ও পাখি’র মাতামাতি একেবারেই কম। প্রবাসীরা বিদেশ থেকে অর্থ উপার্জন করে দেশে পাঠায়, স্ত্রীরা হয় টাকার ম্যানেজার। তাই তারা ঈদে খরচ করেন দু’হাতে। বাসাইলে সব পোশাকের নান্দনিক সমাহার তৈরি করেছেন ব্যবসায়ীরা। পুরানো আইটেম বাদ দিয়ে এখন শপিংমলগুলোতে আপডেট পোশাক শোভা পেয়েছে। তরুণরা ঝুঁকছেন গেঞ্জি, পাঞ্জাবি, ফতোয়া, জিন্স প্যান্টের দিকে। কিশোর ও শিশুদের পোশাক হাত বাড়ালেই পাওয়া যায়। রং-বেরংয়ের দেশীয় শাড়ি কিনতে ভিড় জমাচ্ছেন মার্কেটগুলোতে গৃহবধূরা। মার্কেটগুলোতে টাঙ্গাইলের তাঁতের শাড়ি, কাতান শাড়ি, জর্জেট, স্টোন, পাকিস্তানি, ইন্ডিয়ানি, চোখের তারাসহ বিভিন্ন নামের শাড়ির কদর বেড়েছে এবারের ঈদবাজারে। ঈদের কেনাকাটা করতে আসা কথা হয় আরিফা বেগ আশার সাথে। তিনি বলেন, এসআর শপিংমলে অনিক ফ্যাশন হাউজ থেকে বেশকিছু পোশাক কিনেছি। এখানে অনেক আইটেমের পোশাক সুলভ মূল্যে পাওয়া যায়। এসআর শপিংমলে দিপ্ত বস্ত্রালয়ের মালিক খন্দকার কামরুজ্জামান টিপু বলেন, এবার ঈদে বাজিরাও মাস্তানী, গাউন, শেরওয়ানী, আনারকলি, লেহেঙ্গা বিক্রি হচ্ছে বেশি। এপর্যন্ত সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকা বিক্রি হয়েছে। আশা করছি, এ মাসে ১৫ লাখ টাকা বিক্রি হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেষ মুহূর্তে জমে উঠেছে কেনাকাটা বাসাইলে প্রবাসী ঘরণীদের রাজত্ব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ