Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনা চেম্বারে আবার নেতৃত্বে আসছেন কাজি আমিনুল হক

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, খুলনা : খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, উর্ধ্বতন সহ-সভাপতি ও দু’টি সহ-সভাপতি পদের নির্বাচন আগামীকাল রোববার। এর আগে, গত বুধবার সহযোগী শ্রেণির নির্বাচনে কাজী আমিনুল হক নেতৃত্বাধীন পরিষদ ৬টি পদের ৫টিতে এবং একটিতে অ্যাড. সাইফুল ইসলামের নেতৃত্বাধীন পরিষদ জয় পায়।
সূত্রমতে, গত বুধবারের নির্বাচনে কাজি আমিনুল হক সমর্থিত খুলনা সম্মিলিত ব্যবসায়ী সংগঠন সমন্বয় পরিষদের প্রার্থী মোস্তফা জেসান ভুট্টো (৮৭০), কেসিসি’র কাউন্সিলর শেখ মো. গাউসুল আজম (৮৪৫), মনিরুল ইসলাম মাছুম (৮০৮), খান সাইফুল ইসলাম (৭২৬) ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম (৭১৪) জয়লাভ করেন। অপরদিকে, অ্যাড. সাইফুল ইসলাম নেতৃত্বাধীন ব্যবসায়ী সম্মিলিত ঐক্য পরিষদের একমাত্র জয়লাভ করা প্রার্থী মো. মাহাবুব আলম (৬৪৩)। এছাড়া অন্যান্য প্রার্থী যথাক্রমে কেসিসি কাউন্সিলর মো. আলী আকবর টিপু ৬১৯ ভোট, আওয়ামী লীগ ২৩নং ওয়ার্ড সভাপতি চৌধুরী মিনহাজ উজ জামান ৫৭৩, নিজারুল আলম জুয়েল ৫৬৭, দীপক কুমার দাস ৫৪৫, শাহ্ মো. মাসুক উল হুদা ৩৮২ ও এসএম সামসুদ্দিন আহমেদ ৩৪১ ভোট পেয়েছেন। এর আগে, গত ৪ এপ্রিল কাজি আমিনুল হক ও মো. সাইফুল ইসলাম নেত্বত্বাধীন গ্রæপের সমঝোতায় ১৮ পরিচালক বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। সে হিসেবে আগামী দু’বছরের জন্য কাজি আমিনুল হক-ই খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃত্বে আসছেন, এটা অনেকখানি নিশ্চিত।
সূত্রমতে, ১৯৮৮ সালে দ্বি-বার্ষিক নির্বাচনে কাজি আমিনুল হক প্রথম বারের মতো খুলনা চেম্বারের সভাপতি নির্বাচিত হন। এরপর ২০১০ সাল থেকে ২০১৬ পর্যন্ত টানা তিনবার প্রেসিডেন্টের পদে রয়েছেন। এবারের নির্বাচনেও পুনরায় প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হওয়ার পথে। ১৯৫৯ সালে খুলনা চেম্বারের প্রতিষ্ঠা থেকে একমাত্র কাজী আমিনুল হকই টানা চারবার সভাপতি পদে থাকার রেকর্ড করতে যাচ্ছেন। আগামীকাল রোববার বিকেল ৪টায় চেম্বারের সভাকক্ষে নবগঠিত পরিচালনা পরিষদের জরুরি সভা হবে। সভায় সদ্য নির্বাচিত ২৪জন পরিচালক গোপন ব্যালটে ভোট দিয়ে উল্লেখিত পদে তাদের প্রতিনিধি নির্ধারণ করবেন। এজন্য আজ শনিবার বিকেল ৪টার মধ্যে নির্বাচনী বোর্ডের কাছে আগ্রহীদের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা নির্ধারিত রয়েছে। এছাড়া নির্বাচনের ফলাফল সম্পর্কে শুক্রবার আপত্তি জানালে আজ দুপুর সাড়ে ১২টায় শুনানী হবে এবং এরপরই নির্বাচন বোর্ড চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।
তফশীল সূত্রমতে- চেম্বারের বাণিজ্যিক, সাধারণ ও সহযোগী শ্রেণীর নির্বাচিত পরিচালকেরা আগামীকাল রবিবার জরুরী সভা করবে। সভা শেষে তারা গোপন ভোটের মাধ্যমে চেম্বারের একজন সভাপতি, একজন উর্ধ্বতন সহ-সভাপতি ও দু’জন সহ-সভাপতি নির্বাচিত করবেন। উল্লেখিত পদের নির্বাচনের মনোনয়নপত্র আগামীকাল শনিবার বিকেল ৪টার মধ্যে নির্বাচন বোর্ডের কাছে দাখিল করতে হবে। ওইদিনই বিকেল ৫টায় চেম্বার কার্যালয়ে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে নির্বাচনী বোর্ড। পরদিন রবিবার দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ধার্য হয়েছে। ওইদিনই বিকেল ৪টায় নবগঠিত পরিচালনা পরিষদের জরুরি সভায় সভাপতি, উর্ধ্বতন সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ