Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কপিল শর্মার বিরুদ্ধে নকলের অভিযোগ

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কোলকাতাভিত্তিক স্ট্যান্ড-আপ কমেডিয়ান অভিজিত গাঙ্গুলী অভিযোগ করেছেন কমেডি তারকা কপিল শর্মা তার উপস্থাপন করা জোক মেরে দিয়ে নিজের বলে চালিয়েছেন। অভিজিত ফেইসবুকে দাবি করেছেন কপিল তার ‘দ্য কপিল শর্মা শো’র শততম পর্বে ক্রিকেটারদের তার কয়েকটি জোক স্রেফ মেরে দিয়েছেন।
অভিজিত বলেন, “আমি বেশ কিছুদিন ধরে কমেডি রুটিন করছি যাতে এমন কিছু অংশ ছিল যাতে ভাল বোলাররা আসলে একসময় ছোটভাই ছিল, কারণ বড় ভাইরা তাদের ব্যাট করতে দিত না। দুই সপ্তাহ আগে আমি এই ভিডিওটি ইন্টারনেটে পোস্ট করেছি। আমার এক বন্ধু সম্প্রতি আমাকে জানায় আমার পুরো রুটিনটিই ‘দ্য কপিল শর্মা শো’তে অনুকরণ করা হয়েছে।”
অভিজিত জানা দুই রুটিনের মধ্যে সাযুজ্য রহস্যময়। “আমি অনলাইনে শোটি দেখেছি, তারা আমর জোকগুলো হুবহু মেরে দিয়েছে,” তিনি বলেন। তিনি জানান ‘দ্য কপিল শর্মা শো’র অন্যতম পারফর্মার ভারতীয় নারী ক্রিকেট দলের সদস্যদের সামনে জোকগুলো বলেন।
অভিজিত জানান তারা বড় তারকা বলে তাদের বিরুদ্ধে করার কিছু নেই তবে তার অবদান স্বীকার করে নিলেই হত। তিনি আশা করেন স্ট্যান্ড-আপ কমেডি জগতে এই অনুকরণ যাতে নিয়মিত না হয়ে যায়।
কিকু কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কপিল

২৬ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ