প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ইউনিভার্সাল স্টুডিও গায়িকা-অভিনেত্রী ম্যাডোনাকে নিয়ে একটি জীবনী চলচ্চিত্র নির্মাণ করছে। তার একটি বিখ্যাত ট্যুরের নাম অনুসারে এই চলচ্চিত্রের নাম রাখা হয়েছে ‘ব্লন্ড অ্যাম্বিশন’।
কুইন অফ পপ নামে খ্যাত গায়িকার জীবনী চলচ্চিত্রটির জন্য তার প্রথম অ্যালবাম নিয়ে রচিত এলিস হল্যান্ডারের ‘বøন্ড অ্যাম্বিশন’ চিত্রনাট্যটি বেছে নেয়া হয়েছে।
‘ব্লন্ড অ্যাম্বিশন’ হলিউডের অনির্মিত চিত্রনাট্য নিয়ে ব্ল্যাক লিস্ট শীর্ষক জরিপে ২০১৬ সালে শীর্ষ অবস্থানে ছিল।
২৫০ জন স্টুডিও নির্বাহীর মধ্যে ৪৯ জন এই চিত্রনাট্যটিকে ভোট দিয়েছিল। এতে ১৯৮০’র দশকে ম্যাডোনার অ্যালবাম রেকর্ড, তার পরবর্তী সাফল্য, খ্যাতি, রোমান্স এবং সেই সময় সঙ্গীত জগতের প্রতি তার সৃষ্ট বিতৃষ্ণা গুরুত্ব পেয়েছে।
‘বøন্ড অ্যাম্বিশন’ নির্মাণে থাকবে ব্রেট র্যাটনারের র্যাটপ্যাক এবং মাইকেল ডি লুকা। এছাড়া জন যাওযার্নির বেলভ্যু প্রডাকশনও চলচ্চিত্রটির প্রযোজনায় সংশ্লিষ্ট থাকবে।
১৯৮৩ সালে ম্যাডোনার প্রথম অ্যালবাম ‘ম্যাডোনা’ মুক্তি পায়। পরের বছর তার ব্যাপক সফল অ্যালবাম ‘লাইক আ ভার্জিন’ মুক্তি পায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।