Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানে সায়ানাইড দিয়ে সঙ্গীদের হত্যাকারী ব্ল্যাক উইডোর মৃত্যুদণ্ড বহাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৫:৫৭ পিএম

জাপানের সুপ্রিম কোর্ট 'ব্ল্যাক বিধবা' বা 'ব্ল্যাক উইডো' ৭৪ বছর বয়সী একজন সিরিয়াল কিলারের মৃত্যুদণ্ড বহাল রেখেছে। তিনি চিসাকো কাকেহি নামে পরিচিত। কাকেহি খাবারে বিষাক্ত রাসায়নিক সায়ানাইড ট্যাবলেট দিয়ে তার স্বামীসহ তিনজনকে হত্যা এবং চতুর্থ ব্যক্তিকে হত্যার চেষ্টা করে। -এনএইচকে, সিএনএন
পাবলিক ব্রডকাস্টার এনএইচকে অনুসারে, কেকেহিকে তার শিকারকে সায়ানাইড দিয়ে বিষ খাওয়ার পরে বড় আকারের বীমা প্রদান করেছিলেন। কিওটো, ওসাকা এবং হায়োগোতে ২০০৭ থেকে ২০১৩ এর মধ্যে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের জন্য ২০১৭ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। চিসাকোর প্রথম স্বামী মারা যাওয়ার পর প্রেমের ফাঁদ পেতে আকৃষ্ট করেছেন পুরুষদের। তাদের কাউকে কাউকে বিয়ে করে খুন করেছেন। এক্ষেত্রে খাবারের সঙ্গে মিশিয়ে দিয়েছেন বিষাক্ত রাসায়নিক সায়ানাইড। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়তে হয়েছে চিসাকো কাকেহিকে। আদালতে দীর্ঘ বিচারে তার বিরুদ্ধে দেয়া হয়েছে মৃত্যুদণ্ডের রায়। তা কার্যকরের অপেক্ষায় এখন।

ইসাও কাকেহি’র বয়স ৭৫ বছর। ২০১৩ সালে তিনি ৬৭ বছর বয়সী এক বিধবা চিসাকো কাকেহির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। জাপানে ম্যাচমেকিং বিষয়ক একটি এজেন্সির মাধ্যমে তিনি চিসাকোর সাক্ষাত পেয়েছিলেন। এর দুই মাসের মধ্যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এক সঙ্গে বসবাস করতে শুরু করেন। কিয়োটোর মুকো সিটিতে তারা চমৎকার এক দাম্পত্য সম্পর্ক শুরু করেছিলেন। কিন্তু ২৮ ডিসেম্বর ‘ব্লাক উইডো’ কাকেহির খুনের চতুর্থ ও চূড়ান্ত শিকারে পরিণত হন তিনি।
চিসাকো কাকেহি এই হত্যাকাণ্ড শুরু করেন ২০০৭ সালে। এসময় তার বয়স ছিল ৬১ বছর। ওই সময় থেকে তিনি প্রেমের সম্পর্ক গড়ে হত্যাকাণ্ড শুরু করলেও পুলিশের চোখ ফাঁকি দিতে পেরেছেন। কিন্তু ২০১৪ সালে চতুর্থ পার্টনার ইসাও কাকেহিকে হত্যার ঘটনায় তিনি আর পালাতে পারেননি। পুলিশের তদন্তে তার নাম উঠে আসে। গ্রেপ্তার করা হয় তাকে।
জাপানে যত দীর্ঘমেয়াদি বিচার হয়েছে তার মধ্যে এই মামলা অন্যতম। এই মামলায় ২০১৭ সালে আদালত চিসাকো কাকেহিকে মৃত্যুদণ্ডের রায় দেন। এর বিরুদ্ধে তিনি আপিল করেন। কিন্তু জুনে তা প্রত্যাখ্যাত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ