Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্ল্যাক অ্যাডাম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম


হলিউড শীর্ষ পাঁচ
১. ব্ল্যাক অ্যাডাম
২. টিকেট টু প্যারাডাইস
৩. স্মাইল
৪. হ্যালোউইন এন্ডস
৫. লাইল, লাইল ক্রকোডাইল

ব্ল্যাক অ্যাডাম
সুপারহিরো অ্যাকশন ফিল্ম, পরিচালনা করেছেন ইয়াওমে কোলেত-সেরা। হাউস অফ ওয়াক্স’ (২০০৫), ‘অরফান’ (২০০৯). ‘আননোন’ (২০১১), ‘নন-স্টপ’ (২০১৪), ‘রান অল নাইট’ (২০১৫), ‘দ্য কমিউটার’ (২০১৮) এবং ‘জাঙ্গল ক্রুজ’ (২০২১) কোলেত-সেরা পরিচালিত ফিল্ম। ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের ১১তম ফিল্ম এবং ‘শেজাম!’-এর স্পিন-অফ।
পাঁচ হাজার বছর আগের ঘটনা। কানডাক নামে এক দেশ। আন-কোট নামে এক অত্যাচারী শাসক সেই দেশ শাসন করে। টেথ-অ্যাডাম (ডোয়েন জনসন) সেই দেশেরই এক নাগরিক। উইজার্ডদের দল তাকে সুপার-হিউম্যানের ক্ষমতা দেয়। আন-কোটের হাত থেকে কানডাকের মানুষকে মুক্ত করে সে সেই দেশে বীরের মর্যাদা লাভ করে। কিন্তু তার সুপার-পাওয়ারকে ব্যক্তিগত প্রতিশোধের জন্য কাজে লাগালে তাকে উইজার্ডরা বন্দি করে রাখে। এর পাঁচ হাজার বছর পর আধুনিক কালে কানডাক রাজ্য দখল করে নেয় ইন্টারগ্যাং নামে এক আধাসামরিক দল। দেশের এক মুক্তিযোদ্ধা ঘটনাক্রমে এক মন্ত্র পড়ে অজান্তে অ্যাডামকে জাগিয়ে দেয়। জেগেই অ্যাডাম কানডাককে স্বাধীন করতে তৎপর হয়ে ওঠে। তাকে রোখার জন্য আন-কোটের বংশধর ইন্টারগ্যাং প্রধান সাবাকের (মারওয়ান কেনজারি) নেতৃত্বে হকম্যান (অ্যাল্ডিস হজ), ড. ফেইট (পিয়ের্স ব্রসনান), অ্যাটম স্ম্যাশার (নোয়া সেন্টিনিও) এবং সাইক্লোনের (কুইন্টেসা সুইন্ডেল) সমন্বয়ে গঠিত হয় জাস্টিস সোসাইটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্ল্যাক অ্যাডাম

২৮ অক্টোবর, ২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ