প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলতি সপ্তাহেই শুরু হচ্ছে ‘ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরেভার’-এর শুটিং। গত আগস্টে ফিল্মটির শুটিং চলাকালে অন্যতম অভিনেত্রী আটলান্টায় লেটিশিয়া রাইট আহত হবার পর কাজ বন্ধ হয়ে যায়। তিনি এর মধ্যে সেরে উঠেছেন এবং কাজ শুরু করার জন্য তৈরি হয়েছেন। গত সপ্তাহেই শুটিং শুরু হবার কথা ছিল কিন্তু লুপিটা নিয়ক্স’ওসহ কয়েকজন শিল্পী-কুশলী কোভিড-১৯ পজিটিভ হবার পর সিদ্ধান্ত বাতিল হয়। রাইটকে ছাড়াই যতটা সম্ভব কাজ চলতে থাকে আর তিনি এর মধ্যে সেরে উঠতে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত নভেম্বরে কাজ আবার স্থগিত হয়ে যায়। নির্মীয়মাণ ফিটিতে রাইট ওয়াকান্ডার প্রিন্সেস শুরির ভূমিকায় ফিরবেন। প্রিন্সেস শুরি ওয়াকান্ডা রাজ্যের বিস্ময়কর সব প্রযুক্তির উদ্ভাবক। মূল ফিল্মের ডানাই গুরিরা, ড্যানিয়েল কালুইয়া, উইনস্টন ডিউক, লুপিটা নিয়ক্স’ও, ফ্লোরেন্স কাসুম্বা এবং অ্যাঞ্জেলা ব্যাসেট এই ফিল্মটিতেও অভিনয় করছেন। ‘ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরেভার’ পরিচালনা করছেন রায়েন কুগলার। চ্যাডউইক বোসম্যানের অভিনয়ে প্রথম পর্ব মুক্তি পায় ২০১৮তে। কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে বোসম্যান ২০২০এর ২৮ আগস্ট মৃত্যুবরণ করেন। ‘ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরেভার’ ১১ নভেম্বর, ২০২২-এ মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।